লেবার সম্মেলনের কাছে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সমর্থনে বিক্ষোভ থেকে গ্রেপ্তার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১:০৪:৩৫ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যের লিভারপুলে লেবার পার্টির সম্মেলন কেন্দ্রের বাইরে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সমর্থক এক বিক্ষোভ মিছিল থেকে আজ ২৮ সেপ্টেম্বর রোববার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
প্রায় পঞ্চাশ জনের একটি দল ACC লিভারপুলের বাইরে ঘাসের ওপর বসে হাতে লেখা প্ল্যাকার্ড ধরে রেখেছিল। তাতে লেখা ছিল—“আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।”
মার্সিসাইড পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা বর্তমানে “একটি নিষিদ্ধ সংগঠনকে সমর্থনকারী পোশাক/পোস্টার বহনের সন্দেহে গ্রেপ্তার কার্যক্রম চালাচ্ছেন।” শহরের অন্যতম পরিচিত স্থান হুইল অফ লিভারপুলের কাছে বেশ কয়েকজনকে আটক করা হয়।
সরকার জুলাই মাসে টেররিজম অ্যাক্টের আওতায় এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। এর সদস্যপদ গ্রহণ বা সমর্থন করা এখন আইনের দৃষ্টিতে অপরাধ। এ অপরাধের শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড।
সমর্থকরা গ্রেপ্তারকৃতদের পক্ষে হাততালি দিয়ে আনন্দ করছিলেন। কয়েকজনকে একাধিক পুলিশ সদস্য মিলে বহন করে নিয়ে যাচ্ছিল।
প্রতিবাদটির আয়োজক ডিফেন্ড আওয়ার জুরিস জানায়: “লেবার পার্টি যখন তাদের বার্ষিক সম্মেলনে, তখন বিক্ষোভকারীরা বাইরে দাঁড়িয়ে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করার অন্যায় সিদ্ধান্ত অমান্য করছে।”
গোষ্ঠীটি আরও জানায়, সমর্থকরা গ্রেপ্তার হচ্ছেন শুধুমাত্র “চুপচাপ হাতে কার্ডবোর্ডের সাইন ধরে রাখার কারণে। তাতে লেখা ছিল—‘আমি গণহত্যার বিরোধিতা করি। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।’”
তারা যুক্তরাজ্য সরকারের দ্বারা প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।



