কেমডেনের প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আসলাম আহমেদ ইন্তেকাল করেছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩২:৩৬ অপরাহ্ন
লন্ডন অফিস: লন্ডনের প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আসলাম আহমেদ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৮ মিনিটে নর্থ লন্ডনের রয়েল ফ্রী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
দীর্ঘদিন ধরে তিনি লন্ডনের কেমডেন কাউন্সিলের কেন্টিস টাউনের কুইন্স ক্রিসেন্ট এলাকায় বসবাস করে আসছিলেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সদালাপী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত।
মোহাম্মদ আসলাম আহমেদ ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তাঁর দেশের বাড়ি মৌলভীবাজার জেলার একাটুন ইউনিয়নের পাড়াশিমইল গ্রামে।
মরহুম আসলাম আমাদের পরিবারের পক্ষ থেকে ছেলে মেয়েরা তাদের পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।



