ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ায় টাওয়ার হেমলেটস লেবার পার্টির কৃতজ্ঞতা সমাবেশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২:০৪:০৯ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে টাওয়ার হেমলেটস লেবার পার্টির নেতা-কর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বেথনালগ্রীনের অল্ডফরড রোডে এক সমাবেশ আয়োজন করেন।
সমাবেশে বক্তারা বলেন, এই স্বীকৃতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস প্রবাহিত হবে। ফিলিস্তিন এখন একটি স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ায় দেশটির নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার দ্বার উন্মোচিত হয়েছে।
সম্প্রতি জাতিসংঘে ব্রিটেন, ফ্রান্সসহ বিশ্বের ১৫৭টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, বেথনালগ্রীন এন্ড স্টেপনি আসনের এমপি রুশনারা আলি এবং স্টারটফোর্ড এন্ড বো আসনের এমপি ঊমা কুমারাণসহ বহু লেবার এমপি দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছিলেন। ফিলিস্তিনকে ব্রিটেনের স্বীকৃতি প্রদানের মাধ্যমে ফিলিস্তিন ও গাজায় দীর্ঘদিন ধরে চলমান সমস্যার সমাধানের পথ সুগম হবে বলে মত দেন তারা।
আরো পড়ুন ➡️ ক্যামডেনে লেবার পার্টির ফান্ডরেইজার অনুষ্ঠিত
টাওয়ার হেমলেটস লেবার পার্টি বি এম ই’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনিছের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক স্পিকার খালেস উদ্দিন আহমেদ, সাবেক স্পিকার আহবাব মিয়া, ফজলে রাব্বি স্মরণ, মুস্তাফিজুর রহমান সুহাগ, আনোয়ার মিয়া, শেখ তানভির, সুয়েজ মিয়াসহ আরও অনেকে।
বক্তারা অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা এবং জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়ে গাজার মানুষের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।



