৩৭ ডিগ্রিতে উঠলো সিলেটে তাপমাত্রা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭:১৮ অপরাহ্ন
সিলেট অফিস: আজ শুক্রবার ২৬ সেপ্টেম্বর সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা থাকলেও রাত সোয়া দশটায় এ রিপোর্ট লিখার সময় তাপমাত্রা ২৯ ডিগ্রিতে। আগের দিন বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবারও সিলেট অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকলেও কোথাও এক ফোটা বৃষ্টিও ঝরেনি। এ অবস্থায় শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার বজ্রসহ ভারি বৃষ্টিরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে বলেও জানানো হয়েছে আবহওয়ার পূর্বাভাসে।




