এনআইডি সংশোধনে ভাল খবর, পুরাতন দ্রুত নিষ্পত্তির নির্দেশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫:৩৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে যারা ভোগান্তিতে আছেন তাদের জন্য আসলো বড় সুখবর। বাংলাদেশ নির্বাচন কমিশন সম্প্রতি নতুন নীতিমালা প্রকাশ করেছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে— এনআইডি কার্ড সংশোধনের আবেদন এখন থেকে সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে।
আগে দীর্ঘ ভোগান্তি, এখন নির্দিষ্ট সময়সীমা
আগে দেখা যেতো, এনআইডি সংশোধনের আবেদন করার পর মাসের পর মাস এমনকি বছরের পর বছরও অপেক্ষা করতে হতো। ফাইল অনেক সময় অযত্নে ফেলে রাখা হতো, ফলে আবেদনকারীরা চরম ভোগান্তির শিকার হতেন। নতুন নীতিমালায় এই ভোগান্তি থেকে মুক্তি মিলছে।
সহজ ও জটিল উভয় আবেদন ৪৫ দিনের মধ্যে সমাধান
নাম, বানান, ঠিকানা ইত্যাদির মতো সহজ সংশোধন এখন মাত্র কয়েক দিন বা এক-দুই সপ্তাহেই সমাধান হবে।
তবে জটিল সংশোধন যেমন জন্ম তারিখ পরিবর্তন, মা-বাবার নাম সংশোধন বা বড় ধরনের পার্থক্য থাকলেও, সেটিও সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
অর্থাৎ আপনার আবেদন গ্রহণযোগ্য হলে সংশোধন হবে, আর যদি ডকুমেন্ট অনুযায়ী সংশোধন সম্ভব না হয়, তাহলেও ৪৫ দিনের মধ্যে বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া আরও সহজ
আবেদনকারীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের অগ্রগতি সম্পর্কে মোবাইল এসএমএস (১০৫ নম্বর থেকে) এর মাধ্যমে নিয়মিত আপডেট দেওয়া হবে।
জটিল কেসে প্রয়োজনীয় অতিরিক্ত ডকুমেন্ট চাইতে পারে নির্বাচন অফিস। সেটি অনলাইনে আপলোড করা যাবে কিংবা সরাসরি অফিসে জমা দেওয়া যাবে।
প্রয়োজনে উপজেলা নির্বাচন অফিস তদন্ত করে রিপোর্ট দিলে তার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
সুখবর আবেদনকারীদের জন্য
এর ফলে আর বছরের পর বছর ঘুরতে হবে না। সঠিক কাগজপত্র থাকলেই আবেদনকারীরা ৪৫ দিনের মধ্যে সংশোধনের রেজাল্ট হাতে পাবেন। নির্বাচন কমিশনের নতুন এই নীতিমালা সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি নিয়ে আসছে।

আরও পড়ুন—
জমির দলিল ও এনআইডির নামের মিল না থাকলে দ্রুত সমাধান যেভাবে
সংশোধন আবেদন আগামী জুনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন আগামী জুনের মধ্যে নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরকে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিবের নির্দেশনায় বলা হয়েছে, ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল, এরমধ্যে ক্র্যাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে।
এতে আরও বলা হয়, গত ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে ৩ লাখ ২ হাজার ২৬৬টি, এরমধ্যে নিষ্পন্ন হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৯২৬টি আবেদন। অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
সেই হিসাবে ২০১১ সাল থেকে এ পর্যন্ত ৪ লাখ ২ হাজার ৩০৮টি আবেদন অনিষ্পন্ন রয়েছে। আগামী জুনের মধ্যে সব অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করতে হবে।
জাতীয় পরিচয়পত্রে কোনো না কোনো ভুলের কারণে প্রতিদিনই আবেদন জমা পড়ছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।




