ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আজই স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫০:৩২ অপরাহ্ন
লন্ডন অফিস: ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আজ রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বীকৃতির ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রশাসন বিকেলে এ–সংক্রান্ত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত জুলাইয়ে ব্রিটিশ সরকার জানায়, সেপ্টেম্বরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকের ঘোষণাটি আসতে পারে। যুক্তরাজ্য স্পষ্ট করেছে, ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতির শর্ত না মানে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি না করে, তবে লন্ডন নিজেদের অবস্থান পরিবর্তন করবে। সেই নীতির অংশ হিসেবেই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরো পড়ুন ➡️ ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে সৌদি প্রতিরোধে আসবে
বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবার ও একাধিক রক্ষণশীল গোষ্ঠীও এ পদক্ষেপের বিরোধিতা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটিকে “সন্ত্রাসকে পুরস্কৃত করার সমান” বলে মন্তব্য করেছেন।
এরই মধ্যে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্যের পদক্ষেপ কার্যকর হলে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি



