বালাগঞ্জে পূর্ব গৌরীপুর সমাজকল্যাণ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১:০৪:৪৮ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার ৬নং পূর্ব গৌরীপুর সমাজকল্যাণ অ্যাসোসিয়েশন ফ্রান্সের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে বাছাই করা ৩৯ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এর মধ্যে দুজনকে ৪০ হাজার টাকা করে এবং বাকি প্রত্যেককে ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ আগস্ট কিছু মানবদরদী প্রবাসীর উদ্যোগে গঠিত হয় “৬নং পূর্ব গৌরীপুর সমাজকল্যাণ অ্যাসোসিয়েশন ফ্রান্স”। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের বর্তমান কমিটিতে রয়েছেন—সভাপতি রবিন আহমদ রুবেল, সাধারণ সম্পাদক শাকির আহমদ, সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান তালুকদার এবং কোষাধ্যক্ষ তোফায়েল আহমদ বাবু। উপদেষ্টা মণ্ডলীতে আছেন শেখ আব্দুল মুকিত, মির্জা কয়েছ, মো. নজরুল ইসলাম, মো. ইশতিয়াক আহমদ চৌধুরী মুরাদ, মো. সুয়েল আহমদ, মো. জুলহাস হোসেন, মো. আক্তারুজ্জামান, মো. আব্দুল আজিক, মো. সেলিম আহমদ ও মো. আব্দুল মালেক।



