লন্ডনে ইক্বরা ইন্টারন্যাশনালের মতবিনিময় সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২:৪১:৪১ অপরাহ্ন
লন্ডন অফিস: আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ইক্বরা ইন্টারন্যাশনালের ফাউন্ডার ডোনার, পেট্রন ও উপদেষ্টাদের নিয়ে “ইক্বরা ইন্টারন্যাশনালের সাথে এক সন্ধ্যা” শীর্ষক মতবিনিময় সভা ১১ সেপ্টেম্বর লন্ডনের এক অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইক্বরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি শাহ রেদোয়ান আহমদ। কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টি ও দারুল উম্মাহ মসজিদের ইমাম আবুল হাসনাত চৌধুরী।
চ্যারিটির কার্যক্রম তুলে ধরেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার বিশিষ্ট সাংবাদিক মুকতাবিস উন নূর। বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল কাদের সালেহ, সাবেক সেক্রেটারি বদরুজ্জামান বাবুল, আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা আমীন চৌধুরী, সমাজসেবক হেলাল উদ্দীন, আলা উদ্দীনসহ অনেকে।
সভায় অংশগ্রহণকারী দাতা, পেট্রন, এডভাইজার ও শুভানুধ্যায়ীরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। বাংলাদেশের কার্যক্রমের ব্রিফিং দেন সাংবাদিক মুকতাবিস উন নূর।
চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদ তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় কাজ করার অবারিত সুযোগ এসেছে। দাতাদের সহায়তা আমাদের কার্যক্রমের প্রাণশক্তি। হাঁটি হাঁটি পা পা করে ইক্বরা ইন্টারন্যাশনাল ২৯ বছর পার করেছে। আপনাদের দেয়া দান বিশ্বস্ততার সাথে সঠিক জায়গায় পৌঁছাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।” ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



