লন্ডনের টাওয়ার ব্রিজে ক্যান্সার সচেতনতা: Macmillan–এর পাশে বাংলাদেশি কমিউনিটি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৫:১৬ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যের অন্যতম প্রধান ক্যান্সার সহায়তামূলক সংস্থা Macmillan Cancer Support-এর জন্য বিশেষ সচেতনতা ও ফান্ড রেইজিং ক্যাম্পেইনের আয়োজন করেছে 52BANGLA MEDIA UK এবং T Ali Sir Foundation UK। গত ৮ সেপ্টেম্বর লন্ডনের ঐতিহাসিক টাওয়ার ব্রিজের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে।
Macmillan-এর সবুজ টি-শার্ট পরিধান করে অংশগ্রহণকারীরা ক্যান্সার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেন। আয়োজকদের ভাষ্য, এর উদ্দেশ্য শুধু ক্যান্সার সচেতনতা নয়, বরং কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং Macmillan-এর সেবাকে সামনে নিয়ে আসা।
৫২বাংলার হেড অব কমিউনিটি অ্যাফেয়ার্স ছরওয়ার আহমদ বলেন, ক্যান্সার নিয়ে বাংলাদেশি ও এশীয় কমিউনিটিতে সচেতনতার অভাব রয়েছে। Macmillan বিনামূল্যে যে সেবাগুলো দেয়, সেগুলোও মানুষকে জানানো হচ্ছে।
টি আলী স্যার ফাউন্ডেশন ইউকের সভাপতি ফয়সল আহমদ রুহেল জানান, তারা তিনভাবে কাজ করছেন— Macmillan-এর সিগনেচার টি-শার্ট পরে ক্যাম্পেইন, Macmillan Coffee Morning আয়োজন এবং প্রতিষ্ঠানের লিংকের মাধ্যমে অর্থ সহায়তা।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সাংবাদিক, সমাজকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি। আগামী ২২ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের নিউরোডে Macmillan Coffee Morning আয়োজন করা হবে, যেখানে ক্যান্সার সচেতনতা ও কমিউনিটির করণীয় নিয়ে আলোচনা হবে।
বিশ্বজুড়ে বর্তমানে ২০০–রও বেশি প্রকার ক্যান্সার শনাক্ত হয়েছে। Macmillan-এর সাম্প্রতিক গবেষণা বলছে, যুক্তরাজ্যে অন্তত এক লাখ মানুষ চিকিৎসা বিলম্বের কারণে জটিলতায় পড়েছেন, আর ২০২২ ছিল সবচেয়ে খারাপ বছর।
Macmillan শুধু চিকিৎসাসেবা নয়, রোগী ও তাদের পরিবারকে বিনামূল্যে Support Line এর মাধ্যমে মানসিক সহায়তাও দিয়ে থাকে। “If you need to talk, we’ll listen”— এই প্রতিশ্রুতিতে প্রতিষ্ঠানটি কাজ করছে।
ফান্ড রেইজিং চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সংগৃহীত অর্থ ক্যান্সার আক্রান্তদের সেবা, পরামর্শ ও চিকিৎসায় ব্যয় করা হবে।



