জরুরি নির্দেশ শিক্ষকদের উদ্দেশে, ১৪ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে তালিকা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১:০৬:০০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল মাদ্রাসায় গুণী শিক্ষক নির্বাচন করে তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
বুধবার (১০ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক (এবতেদায়ী), মাধ্যমিক (দাখিল) এবং কলেজ (আলিম/ফাজিল/কামিল) মাদ্রাসা স্তরে ‘গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া-২০২৫’ এবং ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৫’ অনুসরণ করে যথাযথভাবে গুণী শিক্ষক নির্বাচন করতে হবে। এরপর নির্বাচিত শিক্ষকদের তালিকা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে।
তালিকা প্রেরণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। মাদ্রাসাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, সময়মতো তালিকা প্রেরণ নিশ্চিত করতে।




