মৌলভীবাজারে মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৯:৫১ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারে মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে পবিত্র জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী (দ.) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ রহমানবাগে মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা হলরুমে মাদ্রাসা সুপার মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের এস.ডি সাইফুল ইসলাম।
ঈদে মিলাদুন্নবী (দ.) ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার দাতা সদস্য আবিদুর রহমান খান, শিক্ষানুরাগী সদস্য ডাঃ নূর হোসেন।
মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা শিক্ষক মাওলানা মঈন উদ্দিনের সঞ্চালনায় ঈদে মিলাদুন্নবী (দ.) ও দোয়া মাহফিলে মাওলানা এমদাদুল হক, মোঃ বেলাল হুসেন, জাহেদ আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


