মৌলভীবাজারে ঘোড়াখল বাউরভাগ ডেভেলপমেন্ট প্রজেক্ট টিম ইউকের দিনব্যাপী ফ্রি চক্ষু সেবা প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫০:৫০ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমুখ ইউনিয়নে দিনব্যাপী ফ্রি চক্ষু সেবা ও প্রয়োজনীয় ঔষধ সেবা কার্যক্রম ২০২৫ খ্রি: অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ২নং মনুমুখ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঘোড়াখল বাউরভাগ ডেভেলপমেন্ট প্রজেক্ট টিম ইউকে এর উদ্যোগে ও আয়ারল্যান্ড প্রবাসী জিতু আহমদের এর সৌজন্যে মনুমুখ ইউনিয়ন ব্যাপী ফ্রি চক্ষু সেবা ও প্রয়োজনীয় ঔষধ সেবা কার্যক্রমে চিকিৎসা সেবা প্রদান করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক টিম।
এসময় ২নং মনুমুখ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ ইমরান সাজু, শেরপুর পুলিশ ফাড়ির ইনচার্জ শিপু দাস চৌধুরী সহ ঘোড়াখল বাউরভাগ ডেভেলপমেন্ট প্রজেক্ট টিম ইউকে এর নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


