বিশ্বনাথে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪:৪৫ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বিজয় র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
পৌর শহরের নতুন বাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রবাসী চত্বরে এসে পথসভায় মিলিত হয়। এর আগে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের খণ্ড খণ্ড মিছিল এসে দলীয় কার্যালয়ে জড়ো হয়।
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী এবং পরিচালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শামছুল ইসলাম।
বক্তারা বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও তৃণমূল পর্যায়ের মানুষের উন্নয়নের লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজ সেই বিএনপিই মানুষের সকল আশা-ভরসার আশ্রয়স্থলে পরিণত হয়েছে। বিএনপি মানেই উন্নয়ন, বিএনপি মানেই মানুষের অধিকার প্রতিষ্ঠা। বর্তমানে এক শ্রেণির মানুষ বিএনপিকে নিয়ে নানা ধরনের মিথ্যা গুজব ছড়াচ্ছে—এ সব গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরো বলেন, সিলেট-২ আসনের সাবেক এমপি এম. ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে এই অঞ্চলে বিএনপির হাল শক্তভাবে ধরে রেখেছেন তার সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। জননেতা এম. ইলিয়াস আলীর সন্ধান পেতে কাজ চালিয়ে যেতে হলে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাহসিনা রুশদীর লুনাকে জাতীয় সংসদে পাঠাতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বিজয় র্যালী ও পথসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




