ঢাকার রাজনৈতিক ডামাডোলে নতুন মার্কিন রাষ্ট্রদূত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১:৫৮:২৪ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুস সাত্তার, লন্ডন
এই পরিস্থিতিতে ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূতের আগমন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ
এক বছরেরও বেশি সময় ধরে শূন্য থাকার পর বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা এসেছে। মার্কিন ক্যারিয়ার ডিপ্লোম্যাট ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ঢাকায় পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। সিনেটের অনুমোদন সাপেক্ষে তিনি দায়িত্ব নেবেন।
ঢাকায় সর্বশেষ রাষ্ট্রদূত ছিলেন নানা ঘটনায় আলোচিত-সমালোচিত পিটার হাস। ২০২২ সালের ১৫ মার্চ থেকে ২০২৪ সালের ২৩ জুলাই পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। তাঁর বিদায়ের আগেই বাংলাদেশে তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণআন্দোলন জোরদার হয়। আর তাঁর চলে যাওয়ার মাত্র ১৩ দিনের মধ্যেই জনরোষের মুখে পদত্যাগ করতে হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
এরপর নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেন। নির্বাচনকে কেন্দ্র করে অনিশ্চয়তায় ভরা এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বাংলাদেশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূতের আগমন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করছে।
বর্তমানে শার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি এ্যান জ্যাকবসন দূতাবাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাঁকে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে। এছাড়া অন্যান্য রাজনৈতিক নেতাদের সাথেও তিনি মতবিনিময়ে ব্যস্ত ছিলেন।
ঢাকায় দায়িত্ব নেয়ার পর নতুন মার্কিন রাষ্ট্রদূতকে তাঁর দায়িত্ব পালনের প্রথম মুহূর্ত থেকেই ব্যাপক ব্যতিব্যস্ততার ঘূর্ণিপাকে পড়তে হবে—এরকম মনে করা হলে ভুল হবে না।




