ফেসবুকের ১০টি ফিচারের ব্যবহার আপনার জানা আছে?
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১:৫১:৩৬ অপরাহ্ন
অনুপম প্রযুক্তি ডেস্ক: ফেসবুক হলো বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম। প্রতিদিন কোটি কোটি মানুষ এখানে সময় কাটান। কিন্তু অনেক ব্যবহারকারীই জানেন না, এমন কিছু ফিচার আছে যা ব্যবহার করলে ফেসবুক ব্যবহার আরও সহজ, নিরাপদ ও মজাদার হয়ে উঠবে। চলুন জেনে নেওয়া যাক—
১. প্রোফাইল লক
আপনার প্রোফাইলকে সুরক্ষিত রাখতে চাইলে প্রোফাইল লক করতে পারেন। এতে অচেনা কেউ আপনার ছবি বা ব্যক্তিগত তথ্য দেখতে পারবে না।
প্রোফাইল লক করতে প্রথমেই নিজের প্রোফাইলে যান > Setting & privacy > Audience and visibility > Profile locking > Lock your profile> OK । এই প্রক্রিয়ায় গেলেই হয়ে যাবে।
তবে আপনার প্রোফাইল যদি প্রোফেশনাল মুডে থাকে তাহলে সেটি লক করতে পারবেন না। প্রোফাইল লক করতে হলে প্রোফেশনাল মুড অফ করতে হবে।
২. প্রোফাইল পিকচার গার্ড
এই ফিচার ব্যবহার করলে প্রোফাইল ছবি কেউ ডাউনলোড বা স্ক্রিনশট করতে পারবে না। ছবির ওপরে নীল ঢাল চিহ্ন দেখাবে।
প্রোফাইল পিকচার গার্ড ফিচারটি চালু করতে প্রথমে প্রোফাইলে যান। তারপর প্রোফাইল পিকচারের ওপর ক্লিক করুন > Turn on profile picture guard > Next > Save। ব্যাস হয়ে যাবে।
৩. সেভ পোস্ট ফিচার
কোনো ভিডিও, পোস্ট বা আর্টিকেল পরে পড়তে চাইলে “Save Post” অপশন ব্যবহার করতে পারেন।
এজন্য আপনি যেকোনো পোস্ট/ভিডিওর ডান পাশে থাকা তিন-ডট (⋯) এ ক্লিক করুন। Save Post / Save Video অপশন সিলেক্ট করুন। পরে “Saved” সেকশন থেকে তা দেখতে পারবেন।
৪. ফেসবুক মেমোরি
এই ফিচারের মাধ্যমে প্রতিদিন পুরোনো দিনের পোস্ট বা ছবি মনে করিয়ে দেয় ফেসবুক।
ডানপাশে উপরের প্রোফাইল পিকচারে ক্লিক করুন। নিচে Memories অপশন পাবেন। এটাতে ঢুকলেই আপনার আগের মেমোরিগুলো দেখতে পারেন। আর যদি আপনি নিজের মতো মেমোরি সেটআপ করে নিতে চান তাহলে এই পেজে থাকা অবস্থায় উপরের গিয়ার আইকন বা সেটিং আইকনে ঢুকে পড়ুন। পছন্দমতো অপশন বেছে নিন।
৫. রেস্ট্রিক্ট মোড
কাউকে আনফ্রেন্ড না করেও চাইলে পোস্ট দেখা বন্ধ করা যায়। রেস্ট্রিক্ট লিস্টে যোগ করলে সে শুধু পাবলিক পোস্ট দেখতে পারবে।
যার পোস্ট দেখতে চান না, তার প্রোফাইলে যান। Friends বাটনে ক্লিক করুন > Edit Friend List > Restricted নির্বাচন করুন।
এখন সে শুধু আপনার পাবলিক পোস্ট দেখতে পারবে।
৬. অ্যাক্টিভিটি লগ
আপনি কোথায় লাইক দিয়েছেন, কারা আপনাকে ট্যাগ করেছে—সবকিছু নিয়ন্ত্রণের সুযোগ দেয় অ্যাক্টিভিটি লগ।
নিজের প্রোফাইলে যান। তিন-ডট (⋯) মেনু থেকে Activity Log নির্বাচন করুন। লাইক, কমেন্ট, ট্যাগ—সব দেখতে পারবেন এবং চাইলে ডিলিট/হাইড করতে পারবেন।
৭. শর্টকাট বার কাস্টমাইজ
মেসেঞ্জার, গ্রুপ, মার্কেটপ্লেস বা নোটিফিকেশন— যেটা বেশি ব্যবহার করেন, সেটাই শর্টকাট বারে রাখতে পারবেন।
হোমপেজ থেকে মেনুতে যান। নিচে Settings & Privacy > Settings> Tab Bar > Customize the bar এ গিয়ে পছন্দমতো অপশন বেছে নিন। যেগুলো রাখতে চান অন, যেগুলো নয় সেগুলো অফ করে দিন।
৮. নিউজ ফিড কাস্টমাইজ
কার পোস্ট আগে দেখতে চান বা কার পোস্ট কম দেখতে চান, তা নিয়ন্ত্রণ করতে পারবেন নিউজ ফিড সেটিংস থেকে।
Menu> Settings> News Feed Preferences এ ক্লিক করুন।
এখানে পাবেন—
Prioritize who to see first
Unfollow people
Reconnect with people
Snooze someone
পছন্দমতো অপশন বেছে নিন।
৯. ফেসবুক রুমস
বন্ধু বা সহকর্মীদের সঙ্গে একসাথে ভিডিও কল করার জন্য Messenger Rooms ব্যবহার করতে পারেন।
Messenger অ্যাপ খুলুন। Create Room এ ক্লিক করুন। লিংক কপি করে বন্ধুদের পাঠান।
চাইলে ফেসবুক অ্যাপ থেকেও Rooms অপশন ব্যবহার করা যায়।
১০. অফলাইন ভিডিও ডাউনলোড (ফেসবুক লাইট)
ফেসবুক লাইট অ্যাপ ব্যবহার করলে ভিডিও ডাউনলোড করে পরে অফলাইনে দেখা যায়।
ফেসবুক লাইট অ্যাপ থেকে যেকোনো ভিডিও খুলুন। ভিডিওর নিচে Download বাটন থাকবে। ডাউনলোড করলে পরে অফলাইনে দেখতে পারবেন।
ফেসবুকের এই লুকানো ফিচারগুলো ব্যবহার করলে আপনার অভিজ্ঞতা হবে আরও আনন্দদায়ক ও নিরাপদ।




