নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫:০৪ অপরাহ্ন
লন্ডন অফিস: নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ নির্বাচন বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট রোববার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এনবিএ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ নির্বাচনে ২০২ সদস্যের মধ্যে ১৮২ জন ভোট প্রদান করেন।
নির্বাচনে মাহতাব-আরিফ-সিরাজ প্যানেল (শাপলা প্রতীক) ও জামিল-রাব্বি-মাসুম প্যানেল (রেইজ ইওর ভয়েজ প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে শাপলা প্যানেল ১২১ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচন পরিচালনা করেন সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক আলি আহমেদ।


