সিলেট: শিশু বিশেষজ্ঞ ডা. জাকারিয়ার ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৫, ২:৩১:২২ অপরাহ্ন
সিলেট অফিস: দেশের প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ ও পর্যটন উদ্যোক্তা ডা. মো. জাকারিয়া হোসেইন আর নেই।
রোববার (৩১ আগস্ট) ভোর পৌনে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাংবাদিক কাউসার চৌধুরী।
তিনি জানান, গত দুইদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন এ খ্যাতিমান চিকিৎসক।
চিকিৎসা জগতে সুনাম কুড়ানো ছাড়াও ডা. জাকারিয়া হোসেইন ছিলেন দেশের অন্যতম পর্যটন উদ্যোক্তা। সিলেটে তিনি প্রতিষ্ঠা করেছিলেন জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘জাকারিয়া সিটি’।



