প্রতিরোধের মুখে ভুন্ডুল ‘মঞ্চ ৭১’র সভা, লতিফ সিদ্দিকীকে পুলিশে হস্তান্তর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৫, ১:১৭:০৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ (বৃহস্পতিবার) সকাল ১১টায় ‘মঞ্চ ৭১’ আয়োজিত একটি আলোচনা সভা ‘জুলাই যোদ্ধাদের’ প্রতিরোধের মুখে পণ্ড হয়ে গেছে।
আলোচনা সভায় অংশগ্রহণকারী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং সাবেক সচিব আবু আলম শহীদ খানকে ‘জুলাই যোদ্ধারা’ অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলোচনা সভায় বক্তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং জুলাই আন্দোলনের ‘সমালোচনা করে বক্তব্য’ দেন। এ সময় ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল জনতা তাদের অবরুদ্ধ করে ফেলে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।
উল্লেখ্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘মঞ্চ ৭১’ ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।




