লন্ডনে সিটি কাপ চ্যাম্পিয়নশিপ ২০২৫ সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৫, ১১:১০:৫৮ অপরাহ্ন
লন্ডন অফিস: জমজমাট আয়োজনে শেষ হলো লন্ডনে বহুল প্রতীক্ষিত সিটি কাপ চ্যাম্পিয়নশিপ ২০২৫। টানটান উত্তেজনা, রোমাঞ্চ আর উল্লাসে ভরপুর ছিলো সেমিফাইনাল ও মেগা ফাইনাল।
২৬ আগস্ট, মঙ্গলবার লন্ডনের নিউবারি পার্কের ফোর্ড স্কয়ার মাঠে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় বার্মিংহাম বেঙ্গল টাইগারস বনাম নর্থ লন্ডন ইউনাইটেড। দুর্দান্ত ব্যাটিং-বোলিংয়ের প্রদর্শনীতে বার্মিংহামকে ৫৫ রানে হারিয়ে ফাইনালে ওঠে নর্থ লন্ডন। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে মাইটি টাইগার্সকে হারিয়ে এবিএম মৌলভীবাজার জায়গা করে নেয় ফাইনালে।
ফাইনালে মুখোমুখি হয় এবিএম মৌলভীবাজার বনাম নর্থ লন্ডন ইউনাইটেড। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নর্থ লন্ডনের অধিনায়ক রাসেল আহমদ। তাদের ইনিংস থামে ১০৯ রানে, ৯ উইকেট হারিয়ে। লক্ষ্য ছিল তুলনামূলক সহজ, তবে ব্যাট হাতে নেমেই চাপে পড়ে মৌলভীবাজার। জাতীয় দলের তারকা সাব্বির রহমান মাত্র ১১ রানেই আউট হয়ে গেলে চাপ বাড়তে থাকে। এরপরও মুনিরের ঝড়ো ৪৪ রানের ইনিংস এবং টিপুর ১৮ রানের অবদান দলকে ভরসা দিলেও শেষ পর্যন্ত মৌলভীবাজার থামে ১০৫ রানে।
শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রান। বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের সিলেট স্ট্রাইকার্সের বোলার রুয়েল মিয়া, যিনি সিটি কাপ টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি, তুলে নেন দায়িত্ব। এক পর্যায়ে সমীকরণ নেমে আসে—শেষ বলে প্রয়োজন ৫ রান। রুয়েলের নিখুঁত ইয়র্কারে ব্যাটসম্যান অসহায়! ইতিহাস রচনা করে নর্থ লন্ডন ইউনাইটেড। চ্যাম্পিয়ন ২০২৫ – নর্থ লন্ডন ইউনাইটেড।
খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন সিপিএএম ইউকের সভাপতি কাউন্সিলর সালেহ আহমদ, সহ-সভাপতি আখলাসুল মুমিন, সহ-সভাপতি নোমান আহমেদ দুয়েল, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাবেক সভাপতি আব্দুস সালাম, স্পন্সর ফ্লাইভিউ ট্রাভেলসের স্বত্বাধিকারী মোঃ বশির আহমদ এবং এবিএম মৌলভীবাজারের জুয়েল আহমেদ।



