ডোনেগলে আইরিশ বাংলা অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটির অভিষেক ও সাঈদ আহমেদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৫, ৪:৩৭:৪৩ অপরাহ্ন
বেলাল আহমেদ, আয়ারল্যান্ড: রেজিস্টার্ডকৃত Irish Bangla Association of Donegal-এর ২০২৫-২০২৭ কার্যকরী কমিটির অভিষেক এবং এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ আহমেদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার লেটারকেনী কমিউনিটি সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
নবনির্বাচিত সভাপতি প্রভাষক আব্দুস সহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়াসিব আলী শাওনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবনির্বাচিত সহ সভাপতি কারী হোসাইন আহমদ।
অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতি প্রভাষক আব্দুস সহিদ এবং সাধারণ সম্পাদক ওয়াসিব আলী শাওনের নেতৃত্বে আগামী দুই বছরের জন্য ৪১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদের ঘোষণা দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা সাঈদ আহমেদ। নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন প্রধান উপদেষ্টা মৌলানা তাজুল ইসলাম এবং সিনিয়র সহ সভাপতি সাংবাদিক বেলাল আহমেদ।
দ্বিতীয় পর্বে হয়েছে সংবর্ধনা সভা। সাধারণ সম্পাদক ওয়াসিব আলী শাওনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আব্দুল বাসিত, বাবুল মিয়া, জাকারিয় হোসেন, গোলাম জাকারিয়, মামুন শাহা, কারী হোসাইন আহমদ, সেলিম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি বেলাল আহমেদ, সংবর্ধিত অতিথি সাঈদ আহমেদ এবং প্রধান উপদেষ্টা মৌলানা তাজুল ইসলাম। সভাপতির বক্তব্যের পূর্বে সংবর্ধিত অতিথিকে কার্যকরী কমিটির পক্ষ থেকে উপহার প্রদান করেন সিনিয়র সহ সভাপতি বেলাল আহমেদ এবং উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে উপহার প্রদান করেন প্রধান উপদেষ্টা মাওলানা তাজুল ইসলাম।
প্রায় ৭০ জন পুরুষ, মহিলা ও শিশুদের উপস্থিতিতে সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি প্রভাষক আব্দুস সহিদ সকলকে ধন্যবাদ জানান। পরে প্রধান উপদেষ্টা মাওলানা তাজুল ইসলামের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এবং অতিথিদের জন্য হোমমেইড পোলাও ও রোস্ট পরিবেশন করা হয়।


