ঐতিহ্যবাহী বরইকান্দি আদর্শ গ্রামের নবগঠিত কমিটির মিলনমেলা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫, ৭:৪৩:১১ অপরাহ্ন
লন্ডন প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হলো বরইকান্দি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র নবগঠিত কমিটির মিলনমেলা। সোমবার ২৫ আগস্ট লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকতার হুসেন। সঞ্চালনায় ছিলেন মহসিন নেওয়াজ ও ইমরান হাসনাত জুমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— যুক্তরাজ্যে সফররত জাতীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মিসবাহ শাহাদত।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি জনাব টুনু মিয়া, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির সভাপতি আকিকুর রহমান আকিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির মাস্টার, কমিউনিটি নেতা নেসার আলী, আবু বক্কর সিদ্দিকী, বাবুল হোসেন, পুতুল মিয়া (দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র যুগ্ম সম্পাদক), লেবার পার্টির নেত্রী আমিনা আলী, সাজু মিয়া, রাজা মিয়া প্রমুখ।
দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান শাহিন শাহ আলম চৌধুরী, মুহাম্মদ মুজিব হোসেন, সাহান চৌধুরী, শাহ ইমরান আহমদ, শমসের মিয়া, ফেরদৌস শেরদিল, মকসুদ আহমদ, পারভেজ আহমদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে কার্যকরী কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন— আশরাফুল গনি জুনেল, মোহাম্মদ শাহজাহান, মোজাহিদ আহমেদ, নুজুর আহমেদ, আলী আহমেদ, রুহুল আমিন, আফজল আহমদ, জসিম উদ্দিন, বাবর আহমেদ, নাজ আহমেদ, জুনেদ আহমেদ, জাবেদ আহমেদ, নুরুল ইসলাম, মুকিত আহমেদ, তাহমিদ আহমেদ, শিফাত আহমেদ সায়েম, তানিম আহমেদ, শোভন আহমেদ, জুবায়ের আহমেদ প্রমুখ।
শত শত প্রবাসী নারী-পুরুষ এবং নতুন প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। এ সময় জনাব আকিকুর রহমান আকিক ও জনাব মিসবাহ শাহাদত কেক কেটে অতিথিদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রাফেল ড্র, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পর্ব। আনন্দঘন পরিবেশে এ আয়োজন সমাপ্ত হয়।



