মার্চ ফর বাংলাদেশ সফল করতে বার্মিংহাম আওয়ামী লীগের সাথে শাহ শামীম আহমদের মতবিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫, ২:৫৯:১৮ অপরাহ্ন
লন্ডন অফিস: আগামী ৮ সেপ্টেম্বর লন্ডনের ট্রাফালগার স্কয়ারে অনুষ্ঠিতব্য “মার্চ ফর বাংলাদেশ” সফল করতে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শাহ শামীম আহমদ।
২৫ আগস্ট সোমবার বার্মিংহামের পানসী রেস্টুরেন্টে বার্মিংহাম আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবির উদ্দিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন।
শাহ শামীম আহমদ বলেন, গত ৫ আগস্ট বাংলাদেশে সুপরিকল্পিত হামলার মাধ্যমে শেখ হাসিনার সরকারকে সরিয়ে পাকিস্তানপন্থী শক্তিকে ক্ষমতায় বসানো হয়েছে। একাত্তরে পাকিস্তানি হানাদাররা যেমন রাজারবাগ পুলিশ লাইনে হামলা করে হাজারো পুলিশ হত্যা করেছিল, একইভাবে ২০২৪ সালের ৫ আগস্ট দেশের সাড়ে চারশ থানায় একযোগে হামলা চালিয়ে ৩,২৬২ জন পুলিশকে হত্যা করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, জাতির পিতার ভাস্কর্য ও শহীদ স্মৃতিসৌধ ভাঙচুর করা হয়েছে, জাতীয় সংগীত ও পতাকাকে বিতর্কিত করার চেষ্টা চলছে। তিনি বলেন, এটি মুক্তিযুদ্ধের সকল অর্জন ধ্বংসের গভীর ষড়যন্ত্র।
তিনি আরও উল্লেখ করেন, ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যার মাধ্যমে, ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় বোমা হামলা এবং বিভিন্ন সময়ে সংগঠিত হামলার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি প্রতিশোধ নিয়েছে। ৫ আগস্টের হামলার পরও জঙ্গীদের জেল থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, হলি আর্টিজান হামলাকারীদের মুক্তি দেওয়া হয়েছে, ২১ আগস্ট হামলাকারিদের মামলা থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে—এসবই প্রমাণ করে দেশে ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পরিবর্তন করা হয়েছে।
সভায় আরও বক্তব্য রাখেন বার্মিংহাম আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ রোকন আহমদ ও মোস্তফা কামাল বাবলু, যুগ্ম সম্পাদক কামাল আহমদ ও নুরুল ইসলাম কিসলু, সাংগঠনিক সম্পাদক জুমা আহমদ লিটু, প্রচার সম্পাদক নাছির আহমদ শ্যমল, আশিক মিয়া, ম আ কাদির, ইকবাল হোসেনসহ অনেকে।



