ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫, ১২:৩০:৩৬ অপরাহ্ন
লন্ডন অফিস: ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট। ২৪ আগস্ট ২০২৫ রোববার বার্কিংয়ের পাওয়ারলী ফুটবল গ্রাউন্ডে বিপুলসংখ্যক দর্শক, প্রবাসী ঢাকাদক্ষিণবাসী ও ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে মোট দশটি দল অংশগ্রহণ করে এবং ২৭টি খেলা অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্ব শেষে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় নগর ফুটবল টিম ও কানিশাইল ফুটবল টিম। রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে কানিশাইল ফুটবল টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং নগর ফুটবল টিম রানার্সআপ হয়।
এতে অংশগ্রহণকারী দলসমূহ হল, কানিশাইল ফুটবল টিম, নগর ফুটবল টিম, দত্তরাইল ফুটবল টিম, বারকোট ফুটবল টিম, শিলঘাট ফুটবল টিম, রায়গড় ফুটবল টিম এবং ঢাউস ফুটবল টিম।
টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ছিলো বিপুলসংখ্যক নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের অংশগ্রহণ, যারা তাদের পরিবারসহ মাঠে উপস্থিত হয়। আয়োজকদের মতে, এ উদ্যোগের মূল লক্ষ্যই হলো নতুন প্রজন্মকে তাদের শিকড় ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করা।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ নিজাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাছির।
এছাড়া বক্তব্য রাখেন উপদেষ্টা আতাউর রহমান আঙ্গুর মিয়া, তছউর আলী মাস্টার, নুর উদ্দিন শানুর প্রমুখ।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, সহ-সভাপতি ইয়ারীম দিদার, দেলওয়ার আহমদ শাহান, মো. সেলিম আহমদ, ট্রেজারার জাকির হোসেন, সহকারী ট্রেজারার ছাদেক আহমদ, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি কামরুল ইসলাম, এডুকেশন সেক্রেটারি রায়হান উদ্দিনসহ আরও অনেকে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কবির আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন, সাবেক কাউন্সিলর ও সংগঠনের উপদেষ্টা আমিনুর রশীদ খান, বিশ্ব বাংলা অনলাইন নিউজের সম্পাদক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, অনলাইন বিডি টিভির চেয়ারম্যান আব্দুল মোমিন, সাংবাদিক অলি রহমান খান, সেবুল আহমদসহ প্রবাসী কমিউনিটির বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় আয়োজকরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্পন্সরদের প্রতি। তাদের মধ্যে উল্লেখযোগ্য— আব্দুল লতিফ নিজাম, আব্দুল বাছির, জাকির হোসেন, খায়রুল আলম, খালেদ আজিমউদ্দিন জামাল, আনোয়ার শাহজাহান, তারেকুর রহমান ছানু এবং রয়েল মেজবান।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি আব্দুল লতিফ নিজাম ভবিষ্যতেও ঢাকাদক্ষিণবাসীর সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেন এবং প্রবাসী নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



