সিলেট হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. এম এনায়েত উল্লাহর ইন্তেকাল, ইউকে কমিটির শোক প্রকাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫, ১২:০১:০৫ অপরাহ্ন
লন্ডন অফিস: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সিলেট-এর কার্যকরী কমিটির সভাপতি, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. এম এনায়েত উল্লাহ আজ বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের ইন্তেকালে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন— আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
এক শোকবার্তায় তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তাদেরকে এই অপূরণীয় শোক বহন করার শক্তি দান করুন।
অধ্যাপক ডা: এম এনায়েত উল্লাহর জানাজার নামাজ আজ রাত ১১ টায় সোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, শিবগঞ্জ এ অনুষ্ঠিত হবে।


