লন্ডনে এলিম চৌধুরী ও জামাল খানের সঙ্গে মতবিনিময় সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৫, ২:০৮:৫৭ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যে সফররত গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম চৌধুরী ও যুক্তরাষ্ট্র প্রবাসী, কমিউনিটি ব্যক্তিত্ব আবু নাসের খান জামালের সাথে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি হলে এই সভা অনুষ্ঠিত হয়।
“গোলাপগঞ্জের বর্তমান পরিস্থিতি ও সামাজিক সংগঠনের করণীয়” শীর্ষক সভার সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ সেলিম আহমদ খাঁন।
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদারের পরিচালনায় বক্তব্য রাখেন— গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র প্রতিষ্ঠাকালীন সভাপতি সায়াদ আহমেদ সাদ, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাকালীন সভাপতি মোহাম্মদ শামছুল হক, বর্তমান সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেন, গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাকালীন সভাপতি, সাংবাদিক ও প্রাবন্ধিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র সাবেক উপদেষ্টা দিলওয়ার হোসেন লেবু, সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র উপদেষ্টা এনামুল হক ন্যাপা, যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক আব্দুল বাছির, সাবেক কোষাধ্যক্ষ জবরুল ইসলাম লনী, বর্তমান কোষাধ্যক্ষ জয়নাল আহমেদ, প্রতিষ্ঠাতা সদস্য মারুফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী আব্দুল আহাদ, সহ সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি কামাল উদ্দিন, সাবেক ইসি সদস্য রফি আহমদ চৌধুরী শিবা, প্রতিষ্ঠাতা সদস্য মিছবাহ মাসুম, নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এম এ ওয়াদুদ এমরুল, আহমেদ ইমতিয়াজ, সুহেল আহমদ, লিমন জামান, শাহীন আহমেদ, রাজন আহমদ, তাজুল ইসলাম, আদনান খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গোলাপগঞ্জ প্রবাসী অধ্যুষিত একটি উপজেলা, বিশেষ করে যুক্তরাজ্যে অনেক প্রবাসী বসবাস করেন। প্রবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অবদান স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষা, কৃষি, প্রবাসী বিনিয়োগ ও পর্যটন খাতে সঠিক পরিকল্পনা থাকলে গোলাপগঞ্জ দ্রুত উন্নত হতে পারে। স্থানীয় তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে সমর্থন করা হলে কর্মসংস্থানও তৈরি হবে।



