৫ আগস্ট বাংলাদেশে অভ্যুত্থান হয় নি: শাহ শামীম আহমেদ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ৯:৩৮:১৮ অপরাহ্ন
লন্ডন অফিস: ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে কোনো বিপ্লব বা গণঅভ্যুত্থান হয়নি, বরং সেদিন জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ।
১৯ আগস্ট সাউথশিল্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধুর মৃত্যুদিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “যে জঙ্গীরা ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে বহু মানুষ হত্যা করেছিল এবং জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল, সেটি ছিল ইতিহাসের অন্যতম নৃশংস ঘটনা। ৫ আগস্টের ঘটনাটিও একই ধারাবাহিকতায় সংঘটিত একটি জঙ্গী হামলা।”
শাহ শামীম আহমেদ অভিযোগ করেন, ৫ আগস্টের পরপরই জঙ্গীদের জেল থেকে মুক্তি দেওয়া হয়, হলি আর্টিজান হামলার দায়ীদের ছেড়ে দেওয়া হয়, এমনকি ২১ আগস্ট হামলাকারীদেরও মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। তার মতে, এসব ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়—এটি ছিল পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যার মাধ্যমে সরকার পরিবর্তন করা হয়েছে।
তিনি আরও বলেন, “বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ধরে রেখে দেশকে এগিয়ে নিতে কেবল তিনিই সক্ষম।”
সভায় তিনি আগামী ৮ সেপ্টেম্বর লন্ডনের ট্রাফালগার স্কয়ারে অনুষ্ঠিতব্য ‘মার্চ ফর বাংলাদেশ’-এ অংশগ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে তিনি ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাউথশিল্ড আওয়ামী লীগের সভাপতি জাবিস আহমদ জিম্মাদার। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মকছুদ মিয়া করেশী।
সভায় আরও বক্তব্য রাখেন—হাটলীপুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন আহমদ, সাউথশিল্ড আওয়ামী লীগ নেতা দুদু মিয়া, সৈয়দ আজমান আলী, সাবুল মিয়া, কাওছার মিয়া, কমর উদ্দিন জুলহাস, রমজান আলী, দিলুয়ার ভূঁইয়া, তাহের আলী, সানাউল্লাহ আকন্দ, রোকন চৌধুরী, সিরাজুল সৈয়দ, শামীম আহমদ, জাহিদ ইসলাম, কমর উদ্দিন প্রমুখ।



