সুইডেন: উপসালায় মসজিদ নির্মাণে মুসলিম কমিউনিটির ঐক্যবদ্ধ প্রচেষ্টা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৫, ১২:১৭:৪৭ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: সুইডেনের উপসালা শহরে ২০২২ সালে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনাটি বিশ্বজুড়ে মুসলমানদের মাঝে গভীর ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দেয়। সেই একই শহরে এবার আল্লাহর ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা।
মসজিদ নির্মাণে সর্বশেষ প্রচেষ্টা চালাচ্ছেন উপসালার মুসলিমরা। এতে বিশেষ সহযোগিতা দিচ্ছেন লন্ডনের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব হারুন মিয়া, তোফাজ্জল মিয়া, শামসুল ইসলাম সেলিমসহ অনেকে। এ উপলক্ষে গত ১৫ আগস্ট (শুক্রবার) রাতে চানেল এস-এ লাইভ আপিল অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে চানেল এস ফাউন্ডার চেয়ারম্যান মাহে ফেরদৌস জলিল অতিথিদের স্বাগত জানান।
মসজিদ নির্মাণের ৭ জন ট্রাস্টির মধ্যে সেদিন উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান খালেদ চৌধুরী ও প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ আকমল হায়দার। এছাড়া রয়েল রিজেন্সি হলের ডিরেক্টর আব্দুল বারি, চানেল এস সিনিয়র প্রডিউসার আহাদ আহমেদ, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও ও টিভির ফাউন্ডার মিছবাহ জামাল, বিশিষ্ট ব্যবসায়ী কয়সর খান, সমাজসেবী আমিনুল ইসলাম, আবুবকর খান, বিবিসিসির ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, কুশিয়ারা গ্রুপের চেয়ারম্যান হারুন মিয়া, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও “পিস হোম”-এর পক্ষ থেকে ১০ হাজার পাউন্ড অনুদান এবং ৪০ হাজার পাউন্ড কর্জে হাসনা প্রদানের ঘোষণা দেওয়া হয়। এ লক্ষ্যে সানরাইজ স্পেকট্রাম পিস হোম কমিটির চেয়ারপার্সন মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী এবং মিডিয়া ব্যক্তিত্ব আলি সাদেক শিপু বিশেষভাবে কাজ করছেন।
আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মসজিদের উন্নয়নকল্পে বিশেষ ফান্ড রেইজিংয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


