সিলেট: আরও ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৫, ৩:৩৩:৫২ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে আরও প্রায় ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় টানা অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়।
জানা গেছে, ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনার পর থেকেই টানা অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিদিনই চলছে পাথর উদ্ধারের কার্যক্রম। সোমবার রাতের অভিযানে কোম্পানীগঞ্জের পাড়ুয়া-ভাংতি এলাকায় প্রায় ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়। এ নিয়ে চলমান অভিযানে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হলো। তবে এসময় কাউকেই আটক করতে পারেনি পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘সোমবার (১৮ আগস্ট) সন্ধা থেকে রাত আনুমানিক ১১টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া-ভাংতি এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়।
এ সময় কাউকে আটক করা যায়নি। এখন পর্যন্ত খনিজ সম্পদ ব্যুরোর মামলায় ১১ জনকে আটক করা হয়েছে। এছাড়া সাদাপাথর লুটপাটে জড়িতদেরও আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, বিকেলে সিলেট সদর উপজেলার টিলাপাড়া, রঙ্গিটিলা, কান্দিপাড়া ও সালিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ধানক্ষেত এবং কারো কারো বাড়ির উঠান, পথের ধারে ঘাস লতাপাতায় লুকানো অবস্থায় রাখা প্রায় ৫ হাজার ১০০ ঘনফুট পাথর উদ্ধার করে প্রশাসন।
এদিকে সাদাপাথর লুটপাট নিয়ে দেশজুড়ে প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনার মধ্যেই ওএসএডি করা হয়েছে সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে। এছাড়া অন্য একটি আদেশে বদলি করা হয়েছে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও।



