আয়ারল্যান্ডে ডোনেগাল আইরিশ বাংলা অ্যাসোসিয়েশনের পিকনিক অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৫, ৪:১০:১১ অপরাহ্ন
আয়ারল্যান্ড থেকে বেলাল আহমেদ: ডোনেগাল-ভিত্তিক “আইরিশ বাংলা অ্যাসোসিয়েশন” এর উদ্যোগে গত ১২ আগস্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে এক আনন্দঘন পিকনিক। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ৫২ জন সদস্য অংশ নেন।
সকালবেলা বাসযোগে যাত্রা শুরু হয় উত্তর আয়ারল্যান্ডের মনোরম পর্যটন এলাকা Doagh Famine Village, Malin Head Village এবং Malin Head Beach, Co. Donegal এর উদ্দেশ্যে। যাত্রাপথে অংশগ্রহণকারীদের জন্য ছিল সুস্বাদু স্ন্যাকস, চা ও কফির আয়োজন। দুপুরে পরিবেশন করা হয় মুখরোচক বিরিয়ানি, যা সকলের প্রশংসা কুড়ায়।
পিকনিকে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক বিনোদনমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্ট শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। শিশুদের জন্যও আয়োজন করা হয় নানা রকম খেলা, যা দিনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
এছাড়াও অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফেল ড্র, যেখানে ভাগ্যবান বিজয়ীরা পেয়েছেন চমকপ্রদ উপহার। হাসি-আনন্দ আর সৌহার্দ্যের মধ্য দিয়ে দিনটি সবার কাছে হয়ে ওঠে স্মরণীয়।
কমিউনিটি নেতারা জানান, শুধু বিনোদন নয়, এই আয়োজন প্রবাসী বাঙালিদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে।


