মিশিগানে দারুল মা’আরিফ’র প্রথম ইসলামিক কনফারেন্স ও ফান্ডরেইজিং অনুষ্ঠান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৫, ৬:৫৪:৩৬ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: দারুল মা’আরিফ ইসলামিক সেন্টার/মাসজিদ আল-মাজীদ (DMIC) গত ১০ আগস্ট তাদের প্রথম ইসলামিক কনফারেন্স ও ফান্ডরেইজিং অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানটি ওয়ারেন’র লারসা প্লেস ব্যাংকুইট ফ্যাসিলিটি-তে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে দেশ-বিদেশের আলেম, কমিউনিটির সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুফাসসিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী (দা.বা.)। সভার সভাপতিত্ব করেন শায়খুল হাদীস মাওলানা আব্দুস সালাম (দা.বা.)। অনুষ্ঠানে সম্মানিত কারি শায়খ আহমাদ মাবরুক (দা.বা.) উপস্থিত থেকে মনোমুগ্ধকর কিরআত পরিবেশন করেন।
অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন ডিএমআইসি’র প্রধান দায়িত্বশীল ও প্রতিষ্ঠাতা, মুফতি খায়েরুল আমিন (দা.বা.)। তার নেতৃত্বে প্রোগ্রামের সকল কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
আয়োজনে কুরআন তিলাওয়াত, ইসলামিক বক্তৃতা, নাশিদ পরিবেশনা এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন ছিল। আলোচনায় নতুন মসজিদের নির্মাণ কাজ ও এর গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।
ডিএমআইসি জানায়, খুব শীঘ্রই নতুন মসজিদটির উদ্বোধন হবে, ইনশাআল্লাহ। এ লক্ষ্যে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ও দোয়ার আহ্বান জানানো হয়। ফান্ডরেইজিং পর্বে উপস্থিত সবাই স্বতঃস্ফূর্তভাবে অনুদান প্রদান করেন, যা মসজিদের উন্নয়ন ও কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ডিএমআইসি আশা করছে, নতুন মসজিদটি হবে ইলম ও আমলের কেন্দ্রবিন্দু এবং কমিউনিটির জন্য আধ্যাত্মিক, শিক্ষা ও সামাজিক সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।


