নটিংহামে মাহবুব আলী খানের ৪১তম শাহাদতবার্ষিকী পালিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫, ৫:২৬:২৪ অপরাহ্ন
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নটিংহাম বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর ও ডা. জোবায়দা রহমানের পিতা।
বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকাল ১১টায় স্থানীয় হাইসনগ্রীনের বাংলা পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রস্তাবিত সভাপতি এস আর কামাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রস্তাবিত সিনিয়র সহ-সভাপতি শেখ নুনু মিয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন প্রস্তাবিত সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আনোয়ার।
বক্তারা বলেন, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন এক অসাধারণ দেশপ্রেমিক, সাহসী সেনানায়ক এবং সততার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ১৯৭৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালনকালে বাহিনীকে আধুনিকীকরণ, শৃঙ্খলা রক্ষা এবং সমুদ্রসীমা সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জাতীয় সংকট মুহূর্তে তাঁর দৃঢ় নেতৃত্ব ও দেশপ্রেম সর্বত্র প্রশংসিত হয়।
সভায় নটিংহাম বিএনপির নেতৃবৃন্দ—মহিউদ্দিন, ফারুক আহমেদ, তৈয়ব আলী, আল আমিন রাসেল, মাসুম রানা, রতন শেখ, মাহফুজুর রহমান, আক্তার হোসেন, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. নূরুল হক, মোখলেছুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিশেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সৈয়দ ইকবাল আনোয়ার।


