সাউথাম্পটনে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫, ২:৩৭:২৯ অপরাহ্ন
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের সাউথাম্পটন আওয়ামী যুবলীগের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) রাত ১২টা ০১ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সংগঠনের সভাপতি জাহিদ ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলুয়ার হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি জুনেদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার চৌধুরী ও মোঃ হাসান আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মিনহাজ, মোর্শেদ, দিপু রহমান, কামরান হোসেন রিয়াদ, আব্দুল আজিজ, আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, আধুনিক বিশ্ব রাজনীতির ইতিহাসেও এক কলঙ্কময় অধ্যায়।
তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে অভিযোগ করেন, আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নেতাকর্মীদের ওপর হামলা, ধরপাকড় ও হয়রানি চলছে। বক্তারা আরও বলেন, পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলার অংশ হিসেবে বঙ্গবন্ধু যাদুঘরসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করা হচ্ছে।
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


