সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৫, ১০:২৯:৫০ অপরাহ্ন
পরিবারকে ৫০ হাজার টাকার আর্থিক সাহায্যের ঘোষণা
লন্ডন অফিস: বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে ১১ আগষ্ট ২০২৫ পূর্ব লণ্ডনের উডেহাম কমিউনিটি সেন্টারে এক জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান জামাল নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক রহমত আলী, সাংবাদিক খালেদ মাসুদ রনি, সাংবাদিক আফসর উদ্দিন, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, লেখক ও গবেষক মোহাম্মদ ইয়াওর উদ্দিন, কমিউনিটি নেতা আনোয়ার হোসেইন, প্রভাষক আব্দুল হাই, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, এমপ্লয়মেন্ট সম্পাদক শফিক মিয়া প্রমুখ।
সভায় বক্তারা গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বক্তারা খুনীদের ফাঁসি দাবী করেন ও বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।বক্তারা বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ ও সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের আহ্বান জানান।
সভাপতি কে এম আবুতাহের চৌধুরী সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের অবুঝ শিশু সন্তানদের ৫০ হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন। সভায় সাংবাদিক তুহিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।



