ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে মৃত্যুদণ্ড কার্যকর রুজবেহ ভাদির
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৫, ৮:৪৩:৫৪ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত একজন ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (৬ আগস্ট) ইরানের বিচার বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রুজবেহ ভাদি। তাকে সাম্প্রতিক এক নিরাপত্তা মামলায় ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
ইরানি কর্তৃপক্ষের দাবি, তিনি জুন মাসে ইসরায়েল ও গাজার মধ্যে সংঘটিত ১২ দিনের যুদ্ধ চলাকালে নিহত এক পারমাণবিক বিজ্ঞানীর সংবেদনশীল তথ্য শত্রুপক্ষের কাছে সরবরাহ করেছিলেন।
বিচার বিভাগ জানিয়েছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী পূর্ণাঙ্গ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে এবং সুপ্রিম কোর্ট কর্তৃক মৃত্যুদণ্ডের রায় অনুমোদিত হওয়ার পর রুজবেহ ভাদির শাস্তি কার্যকর করা হয়।
সম্প্রতি ইরানে গুপ্তচরবৃত্তি সংক্রান্ত নতুন আইন পাস হয়েছে, যেখানে শত্রুরাষ্ট্র বা সন্ত্রাসী গোষ্ঠীর হয়ে গোয়েন্দা তৎপরতায় যুক্ত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তের বিধান রাখা হয়েছে।
নতুন আইন অনুযায়ী, মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজার বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। আর মৃত্যুদণ্ডের রায়ের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করার বিধান রাখা হয়েছে।




