ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট, তফসিল দুই মাস আগে: সিইসি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৫, ৫:৪২:৪৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) তফসিল চূড়ান্ত করবে, তবে চিঠি না এলেও ইসি প্রস্তুত রয়েছে।
সিইসি বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও সময়মতো নির্বাচন আয়োজনের জন্য ইসির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি প্রত্যাশা করেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনকে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে পূর্ণ সহযোগিতা দেবে। ইসির দায়িত্ব হবে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং নির্বাচনকে আয়নার মতো স্বচ্ছ রাখা।
ভোটারদের আস্থা ফেরাতে গণসচেতনতা কার্যক্রম চালানোর পরিকল্পনার কথাও জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে এবং সময়ের সঙ্গে আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে কোনো পক্ষপাতিত্ব করা হবে না উল্লেখ করে সিইসি বলেন, ব্যক্তিগত স্বার্থ বা প্রভাবমুক্ত থেকে বৈজ্ঞানিকভাবে সীমানা নির্ধারণ করা হবে।
রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বিষয়ে সিইসি জানান, যেসব দল শর্ত পূরণ করেনি তাদের আর চিঠি দেওয়া হবে না। যাদের কাগজপত্র সঠিক, তাদের মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হবে এবং সেপ্টেম্বরের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে।
তিনি জানান, ভোটার তালিকা প্রস্তুত রয়েছে এবং তফসিল ঘোষণার আগে পর্যন্ত নতুন তরুণ ভোটারদের অন্তর্ভুক্তি চলবে। তফসিল ঘোষণার আগে এক মাসব্যাপী রাজনৈতিক দল ও অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা হবে।
সিইসি বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে আনা এবং তাদের আস্থা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রয়োজনে কোনো আসনে চাপ বা অনিয়ম হলে সেই আসনের ভোট বন্ধ করে দেওয়া হবে।
শেষে তিনি জানান, নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে যাতে কেউ গুজব ছড়াতে না পারে, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।



