বিমান দুর্ঘটনার ১৫ দিন পর মাইলস্টোন স্কুলে পাঠদান শুরু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৫, ৬:২২:৫১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
অনুপম নিউজ ডেস্ক: উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার ১৫ দিন পর আজ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিয়মিত পাঠদান শুরু হয়েছে। কলেজ শাখার শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে যথাসময়ে ক্লাসে যোগ দেয়।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার (নবম থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীরা আজ সকাল থেকেই স্বাভাবিক নিয়মে ক্লাসে অংশ নেয়। সকাল সাড়ে আটটায় পাঠদান শুরু হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।
এর আগে গত রোববার যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও শোক অনুষ্ঠান আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ মোট ৩৪ জন প্রাণ হারিয়েছেন। দগ্ধ অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর মানসিক ট্রমায় ভুগছে এমন শিক্ষার্থীদের জন্য মাইলস্টোন ক্যাম্পাসে একটি কাউন্সেলিং সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে তাদের মানসিক চাপ কমিয়ে পড়ালেখায় মনোযোগী করার লক্ষ্যে নিয়মিত কাউন্সেলিং সেবা দেওয়া হচ্ছে। একইসঙ্গে দুর্ঘটনা প্রত্যক্ষ করা শিক্ষক ও অভিভাবকেরাও এই সেবা নিচ্ছেন।




