লন্ডনে বিসিএ-র মাইলস্টোন বর্ষপূর্তি, অ্যাওয়ার্ডস ২০২৫ অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৫, ৭:৪৮:৪২ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যের বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) অ্যাওয়ার্ডস ২০২৫ এর অনুষ্ঠানমালার ঘোষণা দেওয়া হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাজ্যের কারি শিল্পে বিসিএ’র ৬৫ বছরের ঐতিহাসিক ঐতিহ্যের ধারাবাহিকতা উদযাপন করবে।
এ উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার মুম্বাই স্কোয়ার 7 Middlesex Street, London, E1 7AA-এ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ‘ঐতিহ্যের গৌরব, আগামীর প্রত্যয়’। এই প্রতিপাদ্যের সারকথা হল, বিসিএ’র ছয় দশকেরও বেশি সময়ের নিষ্ঠা, উন্নয়ন ও উদ্দেশ্য সকলের সামনে তুলে ধরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৫ অনুষ্ঠিত হবে রোববার, ৯ নভেম্বর ২০২৫, পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল, লন্ডন, SE1 7UT -এ ঠিকানায়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ওলি খান এমবিই। তিনিসহ এতে আরও বক্তব্য রাখেন, আতিক রহমান বিএইএম আহ্বায়ক, অ্যাওয়ার্ড কমিটি, টিপু রহমান প্রধান কোষাধ্যক্ষ, এম এম কামাল ইয়াকুব, সাবেক সভাপতি।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে,আসন্ন ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খ্যাতনামা রেস্টুরেন্ট মালিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, নীতিনির্ধারক, এবং গণমাধ্যম ব্যক্তিত্ব, যারা যুক্তরাজ্যের বাংলাদেশি কারি খাতের অসামান্য অবদানকে উদযাপন করবেন।
উল্লেখ্য, এটি বিসিএ অ্যাওয়ার্ডস-এর ১৮তম বছর। এ পুরস্কার কেবল শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয় না, বরং ব্রিটেনের সবচেয়ে প্রিয় খাদ্য-সংস্কৃতির ঐতিহ্যকে শীর্ষে তুলে ধরে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়েছে, ‘‘১৯৬০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিসিএ আজ যুক্তরাজ্যে ১২,০০০-এরও বেশি বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ও টেকওয়ে-কে প্রতিনিধিত্ব করছে। বিসিএ কেবল একটি বাণিজ্য সংস্থা নয়, এটি একটি সাংস্কৃতিক সেতুবন্ধন, উদ্যোক্তা প্ল্যাটফর্ম, এবং আদর্শিক কারি ঐতিহ্যের রক্ষক।
প্রথমদিকের পথিকৃৎ রেস্টুরেন্ট ব্যবসায়ীদের হাত ধরে কারি যুক্তরাজ্যের প্রধান সড়কগুলোতে স্থান পেয়েছে। আর আজকের তরুণ ও সৃজনশীল শেফরা সেই ঐতিহ্যকে আধুনিক স্বাদে উপস্থাপন করছেন। বিসিএ ব্রিটিশ খাদ্য সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।’’
আরও জানানো হয়েছে, ‘‘গত বছর চালু হওয়া ইয়ং কারি শেফ অ্যাওয়ার্ডের সফলতা থেকে অনুপ্রাণিত হয়ে বিসিএ নতুন প্রতিভা অন্বেষণে, রান্নাঘরে বৈচিত্র্য বৃদ্ধিতে, এবং বিশেষ করে নারী শেফদের জন্য নতুন সুযোগ তৈরিতে কাজ করে যাচ্ছে।’’
বিসিএ প্রেসিডেন্ট ওলি খান এমবিই বলেন: “৬৫ বছর পূর্তি একটি অসাধারণ অর্জন। এটি আমাদের কমিউনিটির সংকল্প, সৃজনশীলতা ও সহনশীলতার প্রমাণ। আমাদের রেস্টুরেন্টগুলো শুধু খাবার সরবরাহ করে না—এগুলো আমাদের সংস্কৃতির দূত। আমরা যেমন অতীত ঐতিহ্যের গৌরব উদযাপন করছি, তেমনি ভবিষ্যৎ গঠনে নতুন প্রতিভা ও সাহসী চিন্তাধারাকে উৎসাহ দিচ্ছি।”
মিতু চৌধুরী, সেক্রেটারি-জেনারেল, বলেন: “এই মাইলস্টোন আমাদের জন্য এমন একটি সময়, মানে, যারা শুরু করেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং যারা নতুন পথ দেখাচ্ছেন, তাদের সম্মান করার একটি ঐতিহাসিক অধ্যায়। বিসিএ অ্যাওয়ার্ডস আমাদের অতীতের গৌরব আর ভবিষ্যতের আশা — দুটোই উদযাপন করছে।”
চিফ ট্রেজারার টিপু রহমান বলেন: “৬৫ বছর ধরে আমাদের সদস্যরা যুক্তরাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন—চাকরি তৈরি, কমিউনিটি সহায়তা, ও ব্রিটিশ সংস্কৃতিকে সমৃদ্ধ করা—সবকিছুর পেছনে রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম। বিসিএ অ্যাওয়ার্ডস কেবল রন্ধনশিল্পে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি নয়, এটি উদ্যোক্তাদের দীর্ঘস্থায়ী সাফল্যেরও উৎসব।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, ‘‘এই ঐতিহাসিক বছরে বিসিএ তার সদস্যদের স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
যেমন: ব্যয়বৃদ্ধির চাপ, ইমিগ্রেশন নীতির সংস্কার, এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে সোচ্চার থাকা।
এছাড়াও, বিসিএ বহু-সাংস্কৃতিকতা, উদ্ভাবন, এবং টেকসইতা-কে ব্রিটেনের রন্ধনজগতের অংশ করে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ৬৫তম বর্ষপূর্তি শুধু অতীত ঐতিহ্যের উৎসব নয়, এটি ভবিষ্যতের জন্য একটি আন্তরিক আহ্বান, যাতে প্রতিষ্ঠিত ব্যবসাগুলোকে আরও শক্তিশালী করা হয়। যাতে নতুন প্রতিভাকে এগিয়ে নিতে সহায়তা করে, ঐতিহ্যকে সংরক্ষণ করে, সেই উদ্ভাবনকে গ্রহণ করতে আন্তরিক থাকা, যা ব্রিটেনের কারি শিল্পকে জীবন্ত ও সফল রাখতে পারে ‘’
এতে সংবাদ পাঠ করেন প্রেস ও প্রকাশনা সম্পাদক নাজ ইসলাম, শেফ কমিটির প্রধান শামসুল আলম খান, রেস্টুরেন্ট কমিটির প্রধান এম কে জামান জুয়েল।
সংবাদ সম্মেলনটি স্পনসর করেছেন, ররি নেইলার – সেলস ডিরেক্টর, কোবরা, রাজন লাল – চ্যানেল ম্যানেজার, কিংফিশার, ডেভিড রয়স্টন – স্কয়ার মাইল ইনস্যুরেন্স, স্টিভেন ইংল্যান্ড – অ্যাডভান্স অ্যাকাউন্টিং, শাহেদ উদ্দিন – পেট্যাপ। সংবাদ সম্মেলনে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ফরহাদ হুসেইন টিপু – অর্গানাইজিং সেক্রেটারি।



