অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেলেন দিলওয়ার ও ক্যারল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৫, ২:২৩:২৬ অপরাহ্ন
লন্ডন অফিস: গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র উদ্যোগে দিলওয়ার ও ক্যারলকে তাঁদের অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব শওকত আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ও সোনালি অতীত ফুটবল ইউকে’র চেয়ারম্যান কাউন্সিলার সলুক আহমদ।
উল্লেখ্য, গত ১৫ জুলাই লন্ডনের পামট্রি হলে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৃটেনের বাঙালি কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৫ গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে অন্যতম গোলাপগঞ্জ উপজেলার ২ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
তারা হলেন, গোলাপগঞ্জ সোস্যাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের সভাপতি, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে ও গোলাপগঞ্জ হ্যাল্পিং হেন্ড ইউকের সাবেক ভাইস প্রেসিডেন্ট মোঃ দিলওয়ার হোসেন এবং গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইউরোবাংলার প্রধান সম্পাদক, এলবি২৪ এর ম্যানেজিং এডিটর, অনুপম নিউজ টোয়েন্টিফোরের স্পেশাল কন্ট্রিবিউটর সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
আরো পড়ুন ➡️ ইস্টহ্যান্ডস ইয়ুথ সামার ট্রিপ ২০২৫ সফলভাবে সম্পন্ন
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার সুলুক আহমদ বলেন, সানরাইজ রেডিও বিশেষ সম্মাননা পাওয়ার জন্য আপনারা আবার অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করছেন, অভিনন্দন জানাচ্ছেন, সে জন্য গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র নির্বাহী কমিটির সদস্যরা প্রসংশার দাবিদার। এই ধরনের সংবর্ধনা সাধারণত শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। গুণীজন সংবর্ধনার মাধ্যমে সমাজের প্রতি তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয় এবং নতুন প্রজন্মকে তাদের পথ অনুসরণ করতে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে তাঁদের কাজের প্রশংসা করেন অতিথিবৃন্দ এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সানরাইজ রেডিও প্রতিষ্ঠাতা মিসবাহ জামাল, বিশিষ্ট ছড়াকার ও নাট্যকার একাউন্টেট আবু তাহের, গোলাপগঞ্জ হ্যাল্পিং হেন্ড এর সাবেক প্রেসিডেন্ট তমিজুর রহমান রজ্ঞু, যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন সেক্রেটারি আমিনুল হক জিলু, কমিউনিটি একটিভিস্ট সেলিম উদ্দিন চাকলাদার, আব্দুল বারী নাছির, সংগঠনের সহ সভাপতি হুমায়ুন কবির চৌধুরী একলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হুদা খান, সহ কোষাধ্যক্ষ কামরুজ্জামান চাকলাদার, মেম্বারশিপ সেক্রেটারি কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আলম চৌধুরী, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, ইসি সদস্য আব্দুল আহাদ কয়েছ, শাহীন আহমেদ, মখছুছ আহমেদ জোয়ারদার, মিছবাহুল হক মাছুম, বোর্ড অফ ডাইরেক্টরস কমিটির সদস্য মোহাম্মদ আব্দুস শুকুর, দিদার আহমেদ চৌধুরী, সালেহ আহমদ প্রমুখ।



