সিলেট কৃষি বিশ্ববিদ্যালের অপর্ণা যে কারণে চাকরিচ্যুত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫, ১২:৪৯:৩৭ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের বুক সর্টার অর্পনা কুমারীকে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের গুরুতর অভিযোগের তদন্ত শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করে।
বিশ্ববিদ্যালয়ের ‘কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী তাঁকে “Removal from service” করা হয়।
সংশ্লিষ্ট তদন্ত কমিটির রিপোর্ট সিন্ডিকেটের ৪৮তম সভায় উপস্থাপন করা হলে, তা বিবেচনায় নিয়ে গত ৩১ মে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
তদন্ত সূত্রে জানা যায়, অর্পনা কুমারীর বিরুদ্ধে চাকরিতে যোগদানের সময় নির্ধারিত বিধি ও যোগ্যতা উপেক্ষা করে অনিয়মতান্ত্রিক উপায়ে নিয়োগ গ্রহণের অভিযোগ ওঠে। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। কিন্তু নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত করে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, এই আদেশটি ০৪ আগস্ট ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে। পাশাপাশি জানানো হয়েছে, ভবিষ্যতে সরকারি নিরীক্ষা দল কিংবা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আর্থিক নিরীক্ষায় তাঁর দায়িত্বে থাকা সময়ে কোনো আর্থিক দায় দেনা নিরূপিত হলে, তার দায়ভারও অর্পনা কুমারীকেই বহন করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় এ ধরনের অপেশাদার ও অনিয়মতান্ত্রিক তথ্যাদি পাওয়া গেলে অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




