মৌলভীবাজারে দৈনিক ডেসটিনির প্রতিনিধি রিপন কান্তি ধরের জন্মদিন পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৫, ৮:৩৮:৫১ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারে দৈনিক ডেসটিনি পত্রিকার প্রতিনিধি, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি, ছড়াকার ও সঙ্গীতশিল্পী রিপন কান্তি ধর রুপক এর ৪৫তম শুভ জন্মদিন পালন করা হয়েছে।
শনিবার (২ আগষ্ট) সন্ধ্যায় মৌলভীবাজার শহরতলীর মাতারকাপনস্থ মৌলভীবাজার পলি টেকনিক্যাল ইনস্টিটিউট এর পাশে বাউলশিল্পী বিনয় কান্তি দেবনাথের বাড়িতে সংগীত-নৃত্য পরিবেশনা এবং আনন্দ উদ্দিপনায় পালিত জন্মদিনের অনুষ্ঠানটি মধ্যরাত ১টা পর্যন্ত ছিল সরগম। পরে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
দৈনিক ডেসটিনি পত্রিকার সৌজন্য উপহার কেক কেটে শুরু হওয়া জন্মদিন উদযাপন অনুষ্ঠানে কমিউনিটি রেডিও পল্লীকন্ঠের প্রযোজক সংগীতশিল্পী দুলাল রায়, মৌলভীবাজার উদীচী শিল্পগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক এড. মনতোষ দাস, ডাঃ হিমাচল দত্ত, পান্না কান্তি পাল, মঞ্জু দেবনাথ, লোকনাথ ধামাইল শিল্পগোষ্ঠীর কর্ণধার শিল্পী অঞ্জনা দাস, শিক্ষক বিকাসিন্ধু দেবনাথ রানা, চিত্রা রায়, বাবুল দেব, শ্রাবন্তি দেবনাথ, ষষ্ঠী দেবনাথ, ঐশী দাস, সম্পা রায়, পিন্স রায় পিউ, বিষ্ণু রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান চলাকালীন স্যোস্যাল মিডিয়ার মাধ্যমে সংযুক্ত ছিলেন বাংলাদেশ পোয়েটস ক্লাব চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) আহবায়ক কবি সালেহ আহমদ (স’লিপক) সহ ডেসটিনি ২০০০ এর আত্মনিবেদিত কর্মীবৃন্দরা। এছাড়াও দিবসের প্রথমপ্রহর থেকে শুরু করে দিনব্যাপী স্যোস্যাল মিডিয়া, মুঠোফোন, ক্ষুদেবার্তার মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে জন্মদানের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
জন্মদিন উপলক্ষে যারা অনুষ্ঠানমালা সাজিয়েছেন এবং সরাসরি ও বিভিন্ন মাধ্যমে প্রীতি-শুভেচ্ছা, ভালোবাসা জানিয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রিপন কান্তি ধর রুপক।


