সিলেটে ৩ দিন প্রবল বৃষ্টিপাতের আভাস
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ৬:৫৯:০৮ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটে আগামী ৭২ ঘন্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার (২ আগস্ট) থেকে আগামী সোমবার (৪ আগস্ট) এই ৩ দিন ভারি বৃষ্টির আশংকার কথা জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
আজ শনিবার দুপুর ১২টার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন তথ্য জানিয়েছেন তিনি।
তিনি জানান, এই সময়ের মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় পর্বত এলাকার উপজেলাগুলো- ছাতক, বিশ্বম্ভরপুর, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ইত্যাদির উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা রয়েছে। এরমধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৩০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
তাছাড়া মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলাতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে বলে ধারণা করা যাচ্ছে। সিলেটের পাশাপাশি চট্টগ্রামেও ভারি বৃষ্টিপাতের প্রবল আশংকা রয়েছে।




