মুক্তিযুদ্ধের চেতনা পুনর্জয় ও পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর ঐক্যের ডাক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৮:১৬:৩৫ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার ইস্ট লন্ডন, মক্কা গ্রীল রেস্তোরাঁয় এক সভায় ‘অবৈধ দখলদার’ ইউনুস সরকারকে স্বৈরাচারী, অনির্বাচিত এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আখ্যা দিয়ে তাকে উৎখাতের লক্ষ্যে “সংগ্রাম পরিষদ” গঠনের আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন ইউরোপীয় জাসদের সভাপতি মতিউর রহমান মতিন। সভাটি যৌথভাবে আয়োজন করে ইউরোপীয় ও যুক্তরাজ্য জাসদ। সঞ্চালনায় ছিলেন যুক্তরাজ্য জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান।
সভায় অংশগ্রহণকারী সংগঠন ও নেতৃবৃন্দ হলেন, যুক্তরাজ্য ন্যাপ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আব্দুল আজিজ, যুক্তরাজ্য জাসদের কার্যকরী সভাপতি এডভোকেট মুজিবুল হক মনি, বাসদের মোহাম্মদ শওকত, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ এনামুল, বঙ্গবন্ধু পরিষদের আলিমুজ্জামান, উদিচীর সভাপতি শেখ নুরুল ইসলাম, হেলেন ইসলাম, লেখক ও সাংবাদিক মতিহার চৌধুরী, বাতিরুল হক সরদার, নারী নেত্রী: ফেরদৌস রওশন লিপি, সাবেক ছাত্র নেতা আ ক ম চুন্নু, জাসদ নেতা: রুহুল আমিন চৌধুরী, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের চৌধুরী মুরাদ, যুবলীগের সেলিম আহমদ চৌধুরী। আরও ছিলেন অন্যান্য আশীষ মিত্র, ফারজানা আহমদ, মতব্বির হোসেন সুনো।
সভায় গৃহীত প্রধান প্রস্তাবসমূহ: ১. অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাংবাদিক শাহরিয়ার কবির, শিক্ষাবিদ অধ্যাপক ডঃ আবুল বারাকাত হ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি। ২.বর্তমান ইউনুস সরকার বাংলাদেশের সংবিধান, বিচারব্যবস্থা, মুক্তিযুদ্ধের ইতিহাস ও অর্থনীতিকে চরমভাবে বিপর্যস্ত করেছে। ৩. এই অরাজক পরিস্থিতি থেকে মুক্তির জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে একটি বৃহত্তর সংগ্রাম পরিষদ গঠন। ৪. শিগগিরই সকল সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আরেকটি সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত।
এই ঐক্যবদ্ধ সংগ্রাম কেবল ব্যক্তি বা দলভিত্তিক নয় — এটি বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও ভবিষ্যতের জন্য একটি জাতীয় প্রয়োজন।


