পৃথিবী পর্যবেক্ষণে অত্যাধুনিক স্যাটেলাইট উৎক্ষেপণ করবে পাকিস্তান ৩১ জুলাই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৫, ১২:৩১:১১ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: চীনের জিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার (এক্সএসএলসি) থেকে পাকিস্তানের রিমোট সেন্সিং স্যাটেলাইট (পিআরএসএস) উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন (সুপারকো)। আগামী ৩১ জুলাই স্যাটেলাইটটি উৎক্ষেপণ হবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে পাকিস্তানের এই কমিশন।
সুপারকোর জারি করা বিবৃতিতে বলা হয়, এই যুগান্তকারী অভিযান পাকিস্তানের মহাকাশ প্রযুক্তির গবেষণায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি, যা পৃথিবী পর্যবেক্ষণ ক্ষমতা প্রবলভাবে প্রসারিত করার প্রতিশ্রুতি দেয়।
নির্ভুল কৃষি এবং নগর পরিকল্পনা থেকে শুরু করে পরিবেশগত পর্যবেক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা পর্যন্ত গবেষণায় অত্যাধুনিক ইমেজিং সিস্টেমের মাধ্যমে কাজ করবে উপগ্রহটি। এছাড়া বন্যা, ভূমিকম্প, ভূমিধস, হিমবাহ গলে যাওয়া, বন উজাড়ের প্রভাব ও পূর্বাভাস এবং সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে এই স্যাটেলাইট।
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) মতো জাতীয় উন্নয়ন কর্মসূচির অধীনে অবকাঠামো পরিকল্পনা এবং ভূ-স্থানিক ম্যাপিংয়েও সহায়তা করবে উপগ্রহটি।
জিও নিউজের খবরে বলা হয়েছে, নতুন এই স্যাটেলাইট উৎক্ষেপণ, পাকিস্তানের ভিশন ২০৪৭-এর লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি দূরদর্শী এবং মহাকাশযাত্রী জাতি হিসেবে পাকিস্তানকে আবির্ভূত করার পথকে সুগম করতে যাচ্ছে। সুপারকোর বিবৃতিতে আরও বলা হয়েছে, উৎক্ষেপণটি কেবল একটি প্রযুক্তিগত মাইলফলক নয়, এটি একটি রূপান্তরমূলক যাত্রার ধারাবাহিকতা।
সরকারি সূত্র অনুযায়ী, ২০১১ সালে চীনা সহযোগিতায় তৈরি একটি যোগাযোগ উপগ্রহ পাকসাট-১আর উৎক্ষেপণের মাধ্যমে পাকিস্তানের আধুনিক মহাকাশ যুগের পুনরুত্থান ঘটে। ২০১৮ সালে পাকটিইএস-১এ এবং পিআরএসএস-১-এর মাধ্যমে সেই গতি আরও এগিয়ে যায়। একইসঙ্গে মহাকাশ বিজ্ঞানের অগ্রগতিতে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে ইসলামাবাদ।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৫ সালের জানুয়ারিতে পাকিস্তান তার প্রথম সম্পূর্ণ দেশীয় উপগ্রহ, ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট ইও-১ উৎক্ষেপণ করে, যা সম্পূর্ণরূপে পাকিস্তানি প্রকৌশলী এবং বিজ্ঞানীদের দ্বারা তৈরি। কৃষি, দুর্যোগ পর্যবেক্ষণ এবং পরিবেশগত বিশ্লেষণে পাকিস্তানের ক্রমবর্ধমান প্রযুক্তিগত স্বনির্ভরতার একটি সাহসী প্রতীক হিসেবে কাজ করছে ইও-১। আর এ অগ্রগতিকে আরও এক ধাপ এগিয়ে রাখতে যাচ্ছে আগামী ৩১ জুলাই নতুন পিআরএসএস স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে।
সূত্র: জিও নিউজ




