রাশিয়া: ৪৯ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া বিমানের কেউ বেঁচে নাই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫, ১২:৪১:২২ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর প্রাচ্যে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে ৪৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশটির জরুরি পরিষেবা এ তথ্য নিশ্চিত করেছে।
আঙ্গারা এয়ারলাইন্সের আন্তোনভ আন-২৪ টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ বিমানটি স্থানীয় সময় দুপুর ১টার দিকে আমুর অঞ্চলের টিন্ডা শহরের কাছে বিধ্বস্ত হয়। বিমানটি আঞ্চলিক কেন্দ্র খবরোভস্ক থেকে ব্লাগোভেশচেনস্ক এবং তারপর টিন্ডা অভিমুখে একাধিক অভ্যন্তরীণ রুটে উড়ছিল।
প্রাথমিক তথ্য অনুসারে, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। টিন্ডার বিমানবন্দর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি জঙ্গলঘেরা পাহাড়ের ধারে ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উদ্ধারকারীরা যখন পৌঁছান তখনো সেখানে বিমানের কিছু অংশ জ্বলছিল।
রাশিয়ার তদন্ত কমিটি নিশ্চিত করেছে, এই ঘটনায় কেউ বেঁচে নেই। সংস্থাটি বিমান পরিবহন নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের সন্দেহজনক ঘটনা তদন্ত করছে।
দ্বিতীয়বার অবতরণের সময় বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে গিয়ছিল বলে জানা গেছে। অস্পষ্ট কারণে প্রাথমিক অবতরণের প্রচেষ্টা বাতিল করা হয়েছিল।
ইরকুটস্কে অবস্থিত আঙ্গারা এয়ারলাইন্স মূলত সাইবেরিয়া এবং রাশিয়ার সুদূর প্রাচ্যজুড়ে আঞ্চলিক রুটে সোভিয়েত যুগের টার্বোপ্রপ বিমান পরিচালনা করে। বৃহস্পতিবারের দুর্ঘটনায় জড়িত ‘An-24’ মডেলটি প্রথম ১৯৬০ সালে পরিষেবাতে প্রবেশ করে এবং দেশটির সবচেয়ে বিচ্ছিন্ন কিছু রুটে এটি চলাচল করছে।
বিমান সংস্থাটির তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি। তদন্তকারী এবং বিমান নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি দল দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
টেলিগ্রামে শেয়ার করা ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, তুষারাবৃত বনের ঢাল থেকে ধোঁয়া উঠছে। পাহাড়ের ঢালজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের মধ্যে জরুরি-কর্মীরা কাজ করছেন।




