সিলেটে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৫, ৯:০৯:৪০ অপরাহ্ন
বুধবার ২৩ জুলাই ‘পিপল ফর পিপল’ (People for People) এবং যুক্তরাজ্যভিত্তিক লর্ড মেয়র চ্যারিটি ফান্ড পোর্টসমাউ, হ্যাম্পশায়ার এন্ড আইল অফ ওয়াইট এর বাংলাদেশি কমিউনিটির যৌথ সহায়তায় সিলেটের সুবিধাবঞ্চিত ১৯০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় শিবগঞ্জস্থ উদ্দীপন একাডেমির হলরুমে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে ছাতা, রিচার্জেবল টেবিল ল্যাম্প এবং মানসম্মত স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্দীপন একাডেমির প্রধান শিক্ষক মোঃ আবু তাহের এবং সঞ্চালনায় ছিলেন People for People-এর স্বেচ্ছাসেবক ডা. আক্তার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার জনাব তমির হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমির সহকারী প্রধান শিক্ষক সাহেদারা বেগম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন একাডেমির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছাব্বির আহমদ। স্বাগত বক্তব্য প্রদান করেন People for People-এর স্বেচ্ছাসেবক, কবি ও সাহিত্যিক ডা. হাফিজুল ইসলাম লস্কর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন People for People-এর স্বেচ্ছাসেবক ডা. মিনহা ছাদিক মান্না, মারজানা বেগম এবং একাডেমির শিক্ষকবৃন্দ—আনোয়ার হোসেন লিটন, মহসিন আহমদ, আঞ্জুমান আরা, জমিরুল হক, সৈয়দ নাছিম আহমদ, রাসেল আহমদ, ফাহিমুর রহমান ফাহাদ, আলীম উদ্দীন ও কাউছার আলমসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং তাদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে একটি সহায়ক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।



