ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকে-র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৫, ১২:৪৮:৪৫ অপরাহ্ন
লন্ডন অফিস: ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকের আয়োজনে লন্ডনে গত ২০ জুলাই রোববার দুপুরে ব্রিকলেন মসজিদ হলে এক ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠন বৃটিশ বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছে, যা প্রশংসা পাওয়ার দাবী রাখে। এই সংগঠন প্রবাসীদের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
সংগঠনের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গয়াছুর রহমান গয়াছের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর সামছুল ইসলাম, কাউন্সিলর ইকবাল হোসেন, সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, মুহিব চৌধুরী, মস্তাক আলী বাবুল, শাহ মুস্তাফিজ বেলাল, প্রফেসর মসউদ আহমদ প্রমূখ।
সভাপতির বক্তব্যে মনির হোসেন বলেন, আশির দশকে প্রতিনিয়ত বাংলাদেশীরা বর্ণবাদের শিকার হতেন। সেই বিশেষ পরিস্থিতিতে আমাদের তরুণরা বৃটিশ রাজনীতিতে যুক্ত হয় এবং কাউন্সিলর নির্বাচিত হন। কিন্ত কাউন্সিলর নির্বাচিত হলেও পার্লামেন্টে কোন প্রতিনিধি ছিল না। তাই জাতীয় পর্যায়ে বাংলাদেশীদের সমস্যা উপস্থাপন করার লক্ষ্যে ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকে গঠন করা হয়। আমরা বৃটিশ পার্লামেন্টে ২০১০ সালে বাংলাদেশীদের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার করি। এই সেমিনারে কমিউনিটির ব্যক্তিবর্গ ও কাউন্সিলররা এবং বিভিন্ন দলের এমপি-মন্ত্রী উপস্থিত ছিলেন।
সেমিনারে হাউজিং, শিক্ষা, স্বাস্থ্য ও বৈষম্যের বিষয়ে বিশেষজ্ঞরা তাদের গবেষণালব্দ পেপার উপস্থাপন করেন। সেমিনার পরবর্তীতে আমরা এই অনুষ্ঠানের সামারি প্রায় ২৫০ জন এমপি প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাদের কাছে পাঠিয়ে দেই। ফলশ্রুতিতে তৎকালীন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বৃটিশ সংখ্যালঘুদের সমস্যা দূর করার ঘোষণা দেন। বর্তমানে পার্লামেন্টে ৪ জন এমপি, আমরা আশা করি ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।
আরো পড়ুন ➡️ লন্ডনে প্রফেসর ডা. আমিনুর রহমান লস্কর এবং ডা. আলতাফুর রহমানকে এফএনএইচএফ ইউকে-র সম্মাননা
তাছাড়া, বাংলাদেশেও আমরা আর্থসামাজিক ও রাজনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০০১ সালে তৎকালীন সরকারের কাছে সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করি। তাছাড়া, ঢাকা ও সিলেটে এ সব ব্যাপারে বিভিন্ন সভা সেমিনার করি।
সভায় বক্তারা আশা ব্যক্ত করেন ষে, অতীতের মত এই সংগঠন বৃটিশ বাংলাদেশীদের সাথে নিয়ে প্রবাসীদের কল্যাণে কাজ করে ষাবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কাউন্সিলরদের উপস্থিতিতে একটি প্রাণবন্ত সভা শেষে আপ্যায়নের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্ত হয়।



