লন্ডনে প্রফেসর ডা. আমিনুর রহমান লস্কর এবং ডা. আলতাফুর রহমানকে এফএনএইচএফ ইউকে-র সম্মাননা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৫, ৩:৩৭:৫৩ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্য সফরত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের জেনারেল সেক্রেটারি প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. আমিনুর রহমান লস্কর এবং ভাইস প্রেসিডেন্ট ডা. আলতাফুর রহমানকে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেট (এফএনএইচএফ) ইউকের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার ২১ জুলাই ইস্ট লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চ্যানেল এস টিভির চেয়ারম্যান ও কমিউনিটি ব্যক্তিত্ব আহমেদ উস সামাদ চৌধুরী জেপি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউকে কমিটির জেনারেল সেক্রেটারি মনসুর আহমদ খান।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত করেন আশরাফ চৌধুরী জাহান।
অনুষ্ঠানে আগত অতিথিদের পরিচয় এবং স্বাগত বক্তব্য রাখেন ইউকে কমিটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি, সেন্ট্রেল কমিটির এক্সিকিউটিভ মেম্বার ও সানরাইজ স্পেক্ট্রাম বাংলার রেডিওর ফাউন্ডার মিছবাহ জামাল।
অতিথিদ্বয়কে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ডা. আমিনুর রহমান লস্কর হাসপাতালের সূচনালগ্ন থেকে প্রবাসীদের ভূমিকা তুলে ধরে বলেন, ২০০৫ সালে মাত্র ৪ লাখ টাকায় শাহি ঈদগাহে ১০০ ডেসিমেল জমি অধিগ্রহণ এবং ভবন নির্মাণে প্রবাসীদের অবদান স্মরণীয়।
তিনি জানান, সরকার এ পর্যন্ত প্রায় ৪৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং বেসরকারি অনুদানের মাধ্যমে ৯তলা ভবনের নির্মাণ সম্পন্ন হয়েছে। হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও ভবিষ্যতে প্রবাসীদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সংবর্ধিত অতিথি ডাক্তার আলতাফুর রহমান অনুষ্ঠান আয়োজন করায় ইউক কমিটিকে ধন্যবাদ জানান এবং হাসপাতালের সকল দাতাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
সংগঠনের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী বলেন, ইউকে কমিটির সক্রিয় সহযোগিতায় প্রায় ৮০ লাখ টাকার প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির অর্থ ফান্ড রেইজিংয়ের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব। এবং এ বিষয়ে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে নেটওয়ার্কিং সভা করার কথা উল্লেখ করেন।
সংগঠনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সেন্ট্রাল কমিটির ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারি এস আই আজাদ আলী, প্রধান উপদেষ্টা এম শামসুদ্দিন, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ এমবিই, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাঃ আলাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মানিক মিয়া, ভাইস চেয়ারম্যান আশিক চৌধুরী, আবদাল মিয়া, রফিক মিয়া, জয়েন্ট সেক্রেটারি লেখক সাংবাদিক আব্দুল মুনিম জাহেদি কারল, প্রেস পাবলিসিটি সেক্রেটারি অনুপম টোয়েন্টিফোর সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, ওমেন্স সেক্রেটারি নতুনদিন টিভির এক্সিকিউটিভ পলি রহমান, মেম্বারশিপ সেক্রেটারি ডাঃ সৈয়দ মাসুক আহমদ, রিলিজিয়াস সেক্রেটারি শেখ ফারুক আহমেদ, ইসি মেম্বার ও বৃটেনের পার্লামেন্টে সম্ভাব্য লিবডেম দলীয় এমপি প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন।
সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন ইসি মেম্বার ইব্রাহিম আলি খন্দকার, ইসি মেম্বার গোলাম রসুল মুহি আহাদ, মোঃ দিলওয়ার হোসেন, মতিউর রহমান খোকন, মুকিত চৌধুরী, পার্মানেন্ট ডোনার মেম্বার ও দর্পণ সম্পাদক রহমত আলি, বারিষ্টার মাসুদ চৌধুরী, মোহাম্মদ ওয়ারিছ আলী।
অনুষ্ঠানে কয়েকজন নতুন ডোনার মেম্বার অনুদান প্রদানের ঘোষণা দেন। তাদের মধ্যে আংগুর আলি, গ্রাম বাংলা রেষ্টুরেন্টের ডাইরেক্টর গুলজার খান, বিবিসিসিআই লন্ডন রিজিওয়নের প্রেসিডেন্ট জেএমজির মনির আহমদ, সোনারগাঁও রেষ্টুরেন্টের ডাইরেক্টর তোফাজ্জল আলম, বিশিষ্ট বাবসায়ী সিরাজ উদ্দিন, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হাই, বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আব্দুল মুকিত।
এতে আরও উপস্থিত ছিলেন চানেল এস সিনিয়র রিপোর্টার লন্ডন বাংলা প্রেস ক্লাবের এসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, সময় টিভির ইউকে প্রধান সাংবাদিক সুয়েব কবির, সাংবাদিক আলাউর রাহমান খান শাহিন, নতুনদিন টিভির কামেরাপার্সন নাদির মজুমদার।
পুরাতন ডোনারদের মধ্যে ইব্রাহিম আলী খন্দকার, সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, সম্পাদক পলি রহমান, গোলাম রসুল মুহি আহাদ, অনুদান প্রদান ও সংগ্রহের প্রতিশ্রুতি দেন।
বিশেষ এ সংবর্ধনা সভায় লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা অতিথি এবং সদস্যপদ গ্রহণ এবং স্থায়ী ডোনার হয়েছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন সংগঠনের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী।
এ সংবর্ধনা সভায় যুক্তরাজ্য ও বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



