গোয়াইনঘাট: ‘বিএনপির ৩১ দফা আইনের শাসন প্রতিষ্ঠার সুষ্পষ্ট রূপরেখা’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৫, ১১:২০:৫৩ অপরাহ্ন
সংবাদদাতা: সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান মাধ্যম হচ্ছে নির্বাচন। তাই অন্তর্বর্তীকালিন সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্থান্তর করা। অন্যথায় দেশে একের পর এক সংকট লেগে থাকবে। বিএনপি সংস্কারের বিশ্বাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আইনের শাসন প্রতিষ্ঠার সুষ্পষ্ট রূপরেখা।’সিলেট ভ্রমণ গাইড
তিনি রবিবার (২০ জুলাই) গোয়াইনঘাটে ৩১ দফার লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক, জসিম উদ্দিন, মধ্যে জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদ রানা, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ, বিএনপি নেতা জালাল উদ্দীন, ধনাই মিয়া, মোস্তফা কামাল, মিলন মিয়া, শাহীন আহমেদ, উপজেলা বিএনপির ধর্ম বিষয়য়ক সম্পাদক হাফিজ নুর মোহাম্মদ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হেলোয়ার আহমেদ, দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবদল নেতা সালেক আহমেদ, সাব্বির, শামীম মান্নান আহমেদ, রিন্টু, ইমু সেলিম, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক লিয়াকত আলী, যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য আব্দুর রব, যুবদল নেতা জসিম উদ্দিন, সাদেক আহমেদ, ইউনিয়ন ছাত্রদল সভাপতি কামরুল, সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মামুন রশিদ, সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মুসলিম হোসেন, উপজেলা ছাত্রদল নেতা হাসান আহমেদ, কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইসমাইল আল মাসুূদ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ছাত্রদল নেতা সিয়াম, আমির মিয়া ও জুবের আহমেদ প্রমূখ।




