মিশিগানে ঐতিহাসিক ১৮ জুলাইয়ের প্রতিবাদ সমাবেশের বর্ষপূর্তি উদ্যাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ১০:৫৫:২৩ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মিশিগানের ওয়ারেন সিটিতে ঐতিহাসিক ১৮ জুলাইয়ের প্রতিবাদ সমাবেশের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয় একটি স্মৃতিচারণ অনুষ্ঠান। এতে অংশ নেন জুলাই ২০২৪-এর আন্দোলনের অনলাইন ও অফলাইন অগ্রসৈনিকরা।
শুক্রবার সন্ধ্যায় একটি অভিজাত রেস্টুরেন্টে এই আয়োজনের সঞ্চালনা করেন ঐতিহাসিক র্যালির সমন্বয়ক দেলোয়ার আনসার। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর বক্তারা ১৮ জুলাইয়ের উত্তাল সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন এবং আন্দোলনে অংশ নেওয়া প্রবাসী ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প গ্রুপের অ্যাডমিনবৃন্দ, ছাত্র প্রতিনিধি এবং আন্দোলনের সক্রিয় সদস্যরা।
আয়োজকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন: জাহিদুল ইসলাম মারুফ, মহিবুল হাসান চৌধুরী, মুন্নি রহমান, আজমল হোসেন, মাহির ফয়সল, তানভীর চৌধুরী, মোজাদ্দেদ সানি, জামিল আহমেদ, ইয়াহিয়া রহমান, জাবেদ খান, সাদিক সিদ্দিক, আলবি চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, আখতার হোসেন এবং সাফওয়ান আহমেদ।
প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মিশিগানে প্রথম প্রতিবাদ সমাবেশ হয় ১৮ জুলাই। এরপর আরও কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট আয়োজিত বিজয় র্যালিতে হাজারো মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।


