স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু, নতুন দিগন্তে বাংলাদেশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ১:৪৬:৫৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা-স্টারলিংক। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টারলিংকের কার্যক্রমের সূচনা ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।
তিনি স্টারলিংককে শুধুমাত্র একটি ইন্টারনেট সেবা নয়, বরং ‘নির্ভরযোগ্য এবং স্পর্শকাতর লাইফ লাইন’ হিসেবে অভিহিত করেন। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করার ক্ষেত্রে এর গুরুত্ব তুলে ধরেন লরেন।
লরেন ড্রেয়ার বলেন, ‘উচ্চগতির ইন্টারনেট এখন আর কল্পনা নয়—এটি বাস্তব। স্টারলিংক এমন এক সংযোগ, যা ঘূর্ণিঝড়, বন্যার মতো দুর্যোগেও টিকিয়ে রাখতে পারে যোগাযোগের সেতুবন্ধন।’
তিনি আরো বলেন, ‘আমরা শুধু স্যাটেলাইট পাঠাচ্ছি না, আমরা সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করছি—টেলিমেডিসিন, দূরশিক্ষা, ই-কমার্স, ডিজিটাল হেলথকেয়ার—সবকিছুর ভিত্তি এখন নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি।’
বিশ্বের ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে স্টারলিংকের কার্যক্রম রয়েছে।
বাংলাদেশের প্রসঙ্গে লরেন বলেন, ‘এই জাতি অন্যদের জন্য অনুকরণীয় উদাহরণ। যেভাবে প্রযুক্তিকে গ্রহণ করা হয়েছে, তা অনন্য।’
স্মরণীয়ভাবে, সংবাদ সম্মেলনের দিনটি ছিল বাংলাদেশে ইন্টারনেট শাটডাউনের এক বছর পূর্তির দিন। এ উপলক্ষে প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘আজ ডিজিটাল ডার্কনেসের ৩৬৫তম দিন।
সেই বিভীষিকাময় অভিজ্ঞতার এক বছর পর আজ আমরা ঘোষণা দিচ্ছি—বাংলাদেশ আবার কানেক্টেড এবং এবার কেউ আমাদের সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে না।’
তিনি জানান, স্টারলিংকের অর্ডার নেওয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং সফট লঞ্চের পর এটাই তাদের প্রথম আনুষ্ঠানিক ঘোষণা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী, বাংলাদেশ স্যাটেলাইট কম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইমাদুর রহমান এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।




